Advertisement
Advertisement

Breaking News

গোয়া

‘মানুষকে বোকা বানানো হচ্ছে’, দলবদলে ক্ষুব্ধ গোয়ার বিজেপি কর্মীরা

বাবার উলটো পথে হাঁটছে বর্তমান সরকার, আক্ষেপ মনোহর পারিকরের ছেলের।

Published by: Soumya Mukherjee
  • Posted:July 13, 2019 7:19 pm
  • Updated:July 13, 2019 7:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোয়াতে কংগ্রেস ছেড়ে ১০ বিধায়ক যোগ দিয়েছেন বিজেপিতে। এর ফলে ৪০টি আসন বিশিষ্ট বিধানসভায় ১৭ থেকে একলাফে ২৭-এ পৌঁছেছে তাদের বিধায়কের সংখ্যা। শনিবার সদ্য দলে যোগ দেওয়া বিধায়কদের মধ্যে তিনজনকে মন্ত্রীও বানিয়েছে তারা। কিন্তু, এই ঘটনার জেরে ক্ষোভে ফুঁসছেন গোয়ার বিজেপি কর্মী-সমর্থকরা। নেতাদের বিরুদ্ধে আঙুল তুলে দলবদলের এই ঘটনাকে অনৈতিক বলেও উল্লেখ করছেন। বলছেন, এই ধরনের পদক্ষেপের মাধ্যমে মানুষকে বোকা বানানো হচ্ছে।

[আরও পড়ুন-দলিতকে বিয়ের পর প্রাণনাশের হুমকি, পুলিশকে পাশে পেয়ে স্বস্তিতে বিজেপি বিধায়কের মেয়ে]

সুমন্ত যোগলেকর নামে এক আরএসএস কর্মী বলেন, “এই ঘটনায় মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছি আমি। যেভাবে ওই বিধায়কদের বিজেপিতে নেওয়া হল ও মন্ত্রিসভায় সুযোগ দেওয়া হল তা মেনে নিতে পারছি না। ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করতে গিয়ে পুরোপুরি অনৈতিক কাজ করা হল।” প্রসঙ্গত উল্লেখ্য, সুমন্ত যোগলেকরের বাবা গোয়ায় আরএসএস-এর অন্যতম প্রতিষ্ঠাতা হওয়ার পাশাপাশি বিজেপি তৈরিতেও সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। কিন্তু, বর্তমানে গোয়ার বিজেপি নেতাদের কাজকর্মে হতাশ হয়ে পড়েছেন তাঁর ছেলে। তাঁর কথায়, “আমাদের বস-রা মানুষের সঙ্গে দেখা করেন না। আমাদেরই মানুষের মুখোমুখি হতে হয়। আমরাই তাঁদের সদস্যপদ নিতে ও ভোট দিতে বলি। তাই আমি আমার আদর্শের সঙ্গে কোনওভাবেই সমঝোতা করব না। বরং তাকে মান্যতা দিয়ে এই দলবদলের বিরোধিতা করব। আসলে এই ঘটনা আমাকে আঘাত দিয়েছে। নেতাদের কাছে জানতে ইচ্ছা করছে, এটাই কি সেই অন্যধারার দল?”

Advertisement

বর্ষীয়ান সাংবাদিক অরবিন্দ তেংগসে বলেন, “লোকসভা নির্বাচন আমি বিজেপিকে ভোট দিয়েছি। কিন্তু, কংগ্রেস বিধায়করা যেভাবে বিজেপিতে যোগ দিলেন তাতে হতাশ হয়ে পড়েছি।” বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, তাঁদের নেতারা কোনও সময়ই মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন না। মানুষের অভাব অভিযোগের মুখোমুখি হতে হয় আমাদের। আমরাই ভোট করাই, সদস্য সংগ্রহ করি। অথচ দল যখন এরকম কোনও সিদ্ধান্ত নেয় তখন আমাদের মনোভাব জানার চেষ্টাও করে না। যে মহিলারা আমাদের সমর্থন করেছিলেন তাঁরা হতাশ হয়ে পড়েছেন। সবাই জানে যে কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া বাবুশ মোনসেরাতে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত। তাঁর নামে চার্জশিটও জমা পড়েছে। এখন তাঁকে বিজেপিতে যোগদান করিয়ে মন্ত্রী পদ দেওয়া হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন-দিল্লিতে রাবার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৩]

এই ঘটনায় নিজের হতাশা চেপে রাখতে পারেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের ছেলে উৎপলও। এপ্রসঙ্গে তিনি বলেন, “আমার বাবা যে রাস্তায় চলতেন এটা সম্পূর্ণ তার উলটো পথ। গত ৩০ বছর ধরে যে কর্মীরা দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করছেন তাঁদের জন্য খারাপ লাগছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ