Advertisement
Advertisement

Breaking News

বিধানসভা নির্বাচনের আগে নিখোঁজ তেলেঙ্গানার প্রথম রূপান্তরকামী প্রার্থী

বিধানসভা নির্বাচনের আগে চড়ছে উত্তেজনার পারদ৷

Transgender activist missing
Published by: Sayani Sen
  • Posted:November 28, 2018 7:19 pm
  • Updated:November 28, 2018 7:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭ ডিসেম্বর তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন৷ তার আগেই নিখোঁজ সিপিএম নেতৃত্বাধীন বহুজন বামফ্রন্ট প্রার্থী রূপান্তরকামী চন্দ্রমুখী এম৷ সমাজকর্মী হিসাবেও পরিচিতি রয়েছে তাঁর৷ মঙ্গলবার থেকেই নিখোঁজ হয়ে গিয়েছেন তিনি৷ এই ঘটনাকে কেন্দ্র করেই নির্বাচনের আগে চড়ছে উত্তেজনার পারদ৷ পরিজনদের অভিযোগের ভিত্তিতে রূপান্তরকামী ওই প্রার্থীর খোঁজ শুরু করেছে পুলিশ৷ তাঁকে আদৌ অপহরণ করা হয়েছে নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷ 

[কড়া নিরাপত্তায় মধ্যপ্রদেশে শুরু ভোটগ্রহণ, সাতসকালে মন্দিরে কং-বিজেপি]

৩২ বছর বয়সি চন্দ্রমুখী এম, আসন্ন তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে সিপিএম নেতৃত্বাধীন বহুজন বামফ্রন্টের হয়ে লড়ছেন৷ গোশমহল বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন চন্দ্রমুখী৷ তেলেঙ্গানার রূপান্তরকামী সমিতির হয়ে সমাজসেবামূলক কাজ করে আগেই পরিচিতি পেয়েছেন৷ রূপান্তরকামীদের উন্নতির লক্ষ্যে ভোটে দাঁড়িয়েছিলেন চন্দ্রমুখী৷ তাঁর বিপরীতে লড়ছেন কংগ্রেস প্রার্থী মুকেশ গৌড় এবং বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন টি রাজা সিং৷ ভোটপ্রচারে বেশ কোমর বেঁধেই নেমেছিলেন চন্দ্রমুখী৷ বাড়ি বাড়ি ঘুরে প্রচারের পাশাপাশি সভারও আয়োজন করেছিলেন৷ বিরোধী কংগ্রেস এবং বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই সুর চড়ান চন্দ্রমুখী৷

Advertisement

[পাঁচ বছরে ৫০ লক্ষ চাকরি, রাজস্থানের ইস্তেহারে ‘অলীক স্বপ্ন’ বিজেপির]

মঙ্গলবারও প্রচারে বেড়িয়েছিলেন চন্দ্রমুখী৷ দিনভর বহু জায়গায় প্রচারও সারেন তিনি৷ কিন্তু চন্দ্রমুখীর পরিবারের দাবি, ওইদিন সন্ধে থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না তাঁকে৷ চন্দ্রমুখীর মোবাইলে ফোন করা হয়েছে বহুবার৷ তবে ফোনেও চন্দ্রমুখীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি তাঁর মা৷ কেন মেয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না, এই ভেবেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তিনি৷ অপহরণ করা হয়েছে চন্দ্রমুখীকে, এমন অভিযোগেই সরব তাঁর মা৷ চন্দ্রমুখীর পরিজনদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই কেউ তাঁকে অপহরণ করেছেন৷ বানজারা হিল স্টেশন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চন্দ্রমুখীর মা৷ তাঁর খোঁজে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ৷ ঘটনার পর ২৪ ঘণ্টা কেটে গেলেও, এখনও তাঁর খোঁজ পাওয়া যায়নি৷ অপহরণ করা হয়েছে তাঁকে নাকি চন্দ্রমুখীর নিখোঁজ হয়ে যাওয়ার নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ