Advertisement
Advertisement

Breaking News

বেকার সমস্যা সমাধানে রাজ্যবাসীকে গরু বিলির সিদ্ধান্ত বিপ্লবের

সরকারি আবাসনেও গো-পালনের উদ্যোগ মুখ্যমন্ত্রীর৷

Tripura CM Biplab Deb hopes to fix unemployment, malnutrition with help of cows
Published by: Kumaresh Halder
  • Posted:November 5, 2018 8:42 pm
  • Updated:November 5, 2018 8:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে বেড়ে চলা বেকারত্ব ও অপুষ্টি মেটাতে এবার গরু দান করার ঘোষণা করলেন  ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ সংবাদ সংস্থাকে জানান, কর্মসংস্থান ও অপুষ্টি দূরীকরণের স্বার্থে ত্রিপুরা সরকার প্রায় পাঁচ হাজার পরিবারকে গরু বিলি করবে৷ এই প্রকল্পের মাধ্যমে অন্তত পাঁচ’হাজার মানুষের কর্মসংস্থান হবে বলেও দাবি জানান তিনি৷  এর আগেই রাজ্যের বাসিন্দাদের গরু পালনের পরামর্শ দেন বিপ্লববাবু৷ এমনকি, নিজের সরকারি আবাসনেও তিনি গো-পালন করবেন বলেও জানান৷ 

[বাজারে হিট মোদির কুর্তা-জ্যাকেট, বড় অংকের লাভের মুখ দেখল খাদি]

 

[ক্ষমতায় থাকতে ডিভোর্সি স্ত্রীকে ১১ কোটি দিলেন ছত্তিশগড়ের রাজা]

মুখ্যমন্ত্রী বলেন, “দুই হাজার মানুষকে চাকরি দেওয়ার জন্য রাজ্য সরকারকে দশ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে হবে৷ কিন্তু, এই মুহূর্তে তা সম্ভব হচ্ছে না৷ এর বদলে যদি আমরা পাঁচ হাজার পরিবারকে দশ হাজার গরু বিলি করি, তবে প্রত্যেক পরিবারে ছয় মাসের মধ্যেই উপার্জন করতে শুরু করবে৷ আর এই লক্ষ্যে খুব শীঘ্রই গরু বিলি করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷’’

[নমাজের সময় হাতে রাখা যাবে না নেলপলিশ! নয়া ফতোয়ায় চরমে বিতর্ক]

মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের এই মন্তব্যকে কেন্দ্র করে ফের জাতীয় রাজনীতিতে তৈরি হয়েছে নয়া বিতর্ক৷ এর আগেও মহাভারতের সময়কালে ইন্টারনেট ও স্যাটেলাইট থাকার দাবি জানিয়ে শিরোনামে এসেছিলেন বিপ্লব দেব৷

 

[সফল আইএনএস অরিহন্ত, সম্পূর্ণ হল ভারতের ‘পারমাণবিক ত্রিশূল’]

গত এপ্রিলে বিপ্লব দেব বলেন, ‘‘ডায়ানা হেডেন ভারতীয় সৌন্দর্য নন। ডায়ানা হেডেনের জয় আগে থেকেই ঠিক ছিল৷ ডায়ানা হেডেন ভারতীয় নারীর সৌন্দর্যের নমুনা নন, ঐশ্বর্য রাই ভারতীয় সৌন্দর্য৷’’ যদিও পরে এই বিবৃতির জন্য দুঃখ প্রকাশ করেন তিনি৷ সম্প্রতি, হাঁস নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি৷ বলেন, ‘‘পুকুরে হাঁস চরলে মাছের অক্সিজেনের জোগান বাড়ে৷’’ এই নিয়েও শুরু হয় বিতর্ক৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ