Advertisement
Advertisement

Breaking News

স্বামীকে ডিভোর্স, মন্দিরে গিয়ে বিয়ে সারলেন দুই মহিলা

তবু মিলল না আইনি সম্মতি।

Two UP woman get marriage in temple
Published by: Utsab Roy Chowdhury
  • Posted:January 1, 2019 8:42 pm
  • Updated:January 1, 2019 8:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরস্পরকে ভালবাসেন। একজন ২৪, অন্যজন ২৬। বিয়ের ছয় বছর পর স্বামীকে ছেড়ে বিয়ে করলেন উত্তরপ্রদেশের দুই মহিলা। এদিন বুন্দেলখণ্ডের এক মন্দিরে গিয়ে বিয়ে করেন তাঁরা। ছয় বছর আগে জোর করে বাড়ির লোক তাঁদের বিয়ে দেয়। এতবছরেও ভালবাসা কমেনি। এতদিন পর সামাজিক মতে বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। দুজনেই স্বামীকে ডিভোর্স দেন। তারপরই দ্বিতীয় বিয়ে৷ যদিও ম্যারেজ রেজিস্টার তাঁদের বিয়ে মানেননি।

[দুই রাজ্যে সমর্থন প্রত্যাহারের হুমকি মায়াবতীর, চাপে কংগ্রেস সরকার]

৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট ঘোষণা করে সমকামিতা অপরাধ নয়। কিন্তু সমকামী বিয়ে এখনও আইনস্বীকৃত নয়। পক্ষের আইনজীবী দয়াশংকর তিওয়ারির যদিও অভিযোগ, ম্যারেজ রেজিস্টার তাঁদের বিয়েকে মান্যতা দেননি। কারণ, সমকামী বিয়ের কোনও সরকারি নির্দেশিকা নেই।বুন্দেলখণ্ডের ম্যারেজ রেজিস্টার আর কে পাল বলেন, “এরকম কোনও বিবাহ আইন থাকলে তো বিয়ের অনুমতি দেব! সমকামী বিয়ে এখনও আইনস্বীকৃত নয়। অনলাইনেও এখনও কোনও সরকারি নির্দেশ আসেনি।”

Advertisement

[মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, ভোটের ময়দানে নামছেন প্রকাশ রাজ]

ছয় বছর আগে কলেজেই প্রথম দেখা হয় তাঁদের। তারপরই প্রেম। স্বামীকে ডিভোর্স দিয়ে নিজেদের সংসার গড়ার প্রত্যাশা এখনও ছাড়েননি। আইনি অনুমতি পেলেই এবার সেই স্বপ্নপূরণ হবে ওদের। তাঁদের মধ্যে এক মহিলা বললেন, “সুপ্রিম কোর্ট ৩৭৭ ধারাকে তুলে নেওয়ার পর আমাদের আইনজীবী জানান, আমরা একসঙ্গে থাকতে পারব। কেউ আমাদের বিরক্ত করতে পারবে না। আমরা কিছুদিন দম্পতির মতো থেকেওছি। কলেজ শেষ হওয়ার ছ’মাসের পরেই আমাদের বিয়ে হয়। কিন্তু আমরা দুজনেই ভুলতে পারিনি। স্বামীকে ডিভোর্স দিয়ে আমরা আইনিভাবে লড়াইয়ে নেমেছি। যাতে একসঙ্গে থাকা যায়।” ডিভোর্স নিয়ে মুখ খুলতে না চাইলেও, তাঁরা জানিয়েছেন, স্বামীদের সম্পত্তি তাঁদের প্রয়োজন নেই।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ