Interim Budget 2024: Here is 6 key takeaways
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে নারী ক্ষমতায়নে বিশেষ নজর দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে সরাসরি আর্থিক সুবিধা পাইয়ে দেওয়ার থেকে মহিলাদের আর্থ সামাজিক উন্নয়নে বাড়তি নজর দেওয়া হচ্ছে বাজেটে(Union Budget 2024)। কর্মক্ষেত্রে মহিলাদের অংশদারিত্ব বাড়াতে একাধিক প্রকল্প ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।
বাজেটে নির্মলা (Nirmala Sitharaman) দাবি করেছেন, আগামী অর্থবর্ষে শুধু মহিলাদের উন্নয়নের জন্য প্রায় ৩ লক্ষ কোটি টাকা খরচ করবে সরকার। কেন্দ্র সরকার অন্তর্বর্তী বাজেটে যে লাখপতি দিদি প্রকল্প ঘোষণা করেছিল, সেটার সংখ্যা আরও বাড়ানো হবে। উজ্জ্বলা যোজনার আওতায় গ্যাসের দামে সরাসরি ভরতুকির পরিমাণ আগের থেকে বাড়ানো হবে। দেশের স্বাস্থ্যক্ষেত্রে মহিলাদের জন্য বরাদ্দ বাড়ানো হবে। বিভিন্ন হাসপাতালে মহিলাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হবে। সমস্ত আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মী আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন।
তাৎপর্যপূর্ণভাবে বেসরকারি চাকরি ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়াতে সক্রিয় হচ্ছে কেন্দ্র। মহিলা কর্মীদের জন্য শিল্পক্ষেত্র এবং আইটি হাবগুলিতে ওমেন হস্টেল এবং ক্রেশ তৈরি করা হবে। আর্থিক সমীক্ষায় বলা হয়েছিল, এই মুহূর্তে দেশের কর্মক্ষেত্রে মহিলাদের অংশদারিত্ব ৩৭ শতাংশ। সেটা আগামী দিনে ৫০ শতাংশের বেশি করার লক্ষ্যমাত্রা রয়েছে কেন্দ্রের। এর বাইরে মহিলাদের স্ট্যাম্প ডিউটিতেও ছাড় দেওয়া হচ্ছে।
দীর্ঘদিন ধরেই কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারের ফোকাসে রয়েছেন মহিলারা। সেটা উজ্জ্বলা যোজনার আওতায় ভরতুকি দেওয়া হোক, কোভিডকালে মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রদান হোক বা তিন তালাক বাতিল, মহিলা ভোটারদের বরাবরই টার্গেট করে এনডিএ সরকার। এবারেও ব্যতিক্রম হল না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.