Advertisement
Advertisement

Breaking News

Unlock 5

বন্ধই থাকছে লোকাল ট্রেন! আনলক পাঁচের গাইডলাইনের মেয়াদ আরও একমাস বাড়াল কেন্দ্র

আগের মতোই স্কুল-কলেজ খোলার বিষয়টি রাজ্যের উপর ছেড়েছে কেন্দ্র। 

Bengali news: Unlock5 Guidelines To Remain In Force Till Nov-End | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 27, 2020 5:02 pm
  • Updated:October 27, 2020 6:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩০ নভেম্বর পর্যন্ত গড়াবে না লোকাল ট্রেনের চাকা। আনলকের ৫-এর (Unlock 5) গাইডলাইন বলবৎ থাকার মেয়াদ আরও এক মাস বাড়িয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই নির্দেশিকা ৩১ অক্টোবরের বদলে ৩০ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। আর এই গাইডলানে লোকাল ট্রেন চলার অনুমতি দেয়নি কেন্দ্র। তবে রাজ্য অনুরোধ করলে অনুমতি দিতে পারে সংশ্লিষ্ট মন্ত্রক। স্কুল কলেজ খোলার বিষয়টিও রাজ্যের উপরই ছেড়েছে সরকার। 

করোনা মহামারীর (Corona Virus) মাঝেই দেশকে ছন্দে ফেরাতে পর্যায়ক্রমে আনলকের নির্দেশিকা জারি করছে স্বরাষ্ট্রমন্ত্রক। সেই সূত্র মেনে চলতি মাসের শেষে আনলক-৬-এর নির্দেশিকা ঘোষণা করার কথা। কিন্তু তার বদলে উৎসবের মরশুমে আনলক-৫ এর নির্দেশিকাকেই আরও এক মাস বলবৎ রাখল কেন্দ্র। গত কয়েক দিন ধরেই দেশে নিম্নমুখী করোনার গ্রাফ। ফলে অনেকেই আশা করেছিলেন এবার সম্পূর্ণ ছন্দে ফিরতে পারে দেশ। কিন্তু উৎসবের মরশুম আর শীতকালে সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে পারে দেশে, বিশেষজ্ঞদের এই সাবধানবাণী মাথায় রেখেই নতুন করে কোনও ছাড় দিল না স্বরাষ্ট্রমন্ত্রক। 

Advertisement

[আরও পড়ুন : মুম্বই ও দিল্লিতে হামলার হুমকি, পাকিস্তানের নম্বর থেকে ফোন NIA’র দপ্তরে]

পঞ্চম দফায় প্রায় সমস্ত পরিষেবা চালু করার অনুমতি দেওয়া হয়েছিল। বাদ পড়েছিল লোকাল ট্রেন। আর আন্তর্জাতিক বিমানযাত্রার উপর নিয়ন্ত্রণ রাখা হয়েছিল। ৩০ নভেম্বর পর্যন্ত সেই নিয়মই বলবৎ রইল।

নির্দেশিকার গুরুত্বপূর্ণ বিষয়গুলি এক ঝলকে

  • ৩০ নভেম্বর পর্যন্ত কনটেনমেন্ট জোনে জারি থাকবে কড়া লকডাউন।
  • চলবে না লোকাল ট্রেন। তবে রাজ্য অনুরোধ করলে মন্ত্রক অনুমতি দিতে পারে।
  • এয়ার বাবল ছাড়া আন্তর্জাতিক বিমান চলবে না। 
  • রাজ্য চাইলে স্কুল-কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারে।
  • আন্তঃরাজ্য আমজনতা ও মালপত্র পরিবহণে কোনও বিশেষ অনুমতির প্রয়োজন নেই।
  • বদ্ধস্থানে সর্বাধিক ২০০ জন কোনও ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। 
  • হোটেল-রেস্তরাঁ-বার-পাব-পর্যটনস্থল-জিম-সিনেমা হল খুলে দেওয়া হয়েছ। তবে মানতে হবে করোনা বিধি। 
  • চলছে মেট্রোও।
  • মাস্ক, স্যানিটাইজার ব্যবহার বাধ্যমূলক। মানতে হবে সামাজিক দূরত্ববিধিও।

[আরও পড়ুন : প্রেমের প্রস্তাবে ‘না’, হরিয়ানায় তরুণীকে প্রকাশ্যে গুলি করে খুন সংখ্যালঘু যুবকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ