Advertisement
Advertisement

Breaking News

চারমিনার

অসময়ের বৃষ্টির জের, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারমিনারের একাংশ

রক্ষণাবেক্ষণের জন্য আপাতত বন্ধ চারমিনার৷

Unseasonal rains damage Hyderabad's iconic Charminar
Published by: Sayani Sen
  • Posted:May 2, 2019 12:14 pm
  • Updated:May 2, 2019 12:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসময়ের বৃষ্টি৷ তার জেরে ক্ষতিগ্রস্ত হায়দরাবাদের ঐতিহ্যমণ্ডিত চারমিনার৷ ভেঙে গিয়েছে একটি পিলার৷ যদিও বুধবার রাতের এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই৷

[ আরও পড়ুন: ‘গান্ধী পদবি কেন?’, ফের সোনিয়াকে বিঁধলেন উমা ভারতী]

পুরনো হায়দরাবাদ শহরের প্রাণকেন্দ্রে তাজিয়ার আদলে কারুকার্যময় হলুদ রঙা চারমিনার নির্মিত হয় ১৫৯১ সালে। ঐতিহাসিক এই সৌধের এক একটি মিনারের উচ্চতা ৪৮.৭ মিটার বা ১৬০ ফুট। বহু দর্শনার্থী সেখানে ভিড় জমান৷ যদিও বর্তমানে সংস্কারের জন্য চারমিনারে পর্যটকের আনাগোনা বন্ধ রয়েছে৷ তারই মাঝে ঘটল বিপত্তি৷ বুধবার রাতে অসময়ের বৃষ্টির জেরে ভেঙে পড়ল হায়দরাবাদের প্রায় চারশো বছরের পুরনো ঐতিহাসিক সৌধ-মসজিদ চারমিনারের একাংশ৷ চারমিনারের চার ধারে রয়েছে চারটি মিনার বা স্তম্ভ রয়েছে৷ ওই স্তম্ভেরই ক্ষুদ্রাংশ আচমকাই‌ ভেঙে পড়ে। পিলার ভাঙার ঘটনা গভীর রাতে ঘটার ফলে হতাহতের কোনও খবর নেই৷

Advertisement

[ আরও পড়ুন: বাবরি নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, সাধ্বীর বিরুদ্ধে চরম পদক্ষেপ কমিশনের]

ইতিমধ্যেই ভেঙে পড়া চারমিনারের একাংশের ভিডিও বিদ্যুতের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে৷ ইতিহাসের টানে যাঁরা চারমিনারে ছুটে যান, এই ঘটনা দেখে তাঁরা রীতিমতো ক্ষুব্ধ৷ রক্ষণাবেক্ষণের অভাবেই হয়তো এহেন ঘটনা ঘটেছে বলেই দাবি তাঁদের৷ যত তাড়াতাড়ি সম্ভব চারমিনার সংস্কারের বন্দোবস্ত করার দাবি জানিয়েছেন প্রত্যেকেই৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ