Advertisement
Advertisement

ছাড়ার আগে সরকারি বাংলো তছনছ করেছেন অখিলেশ, অভিযোগ বিজেপির

কী বলছেন অখিলেশ?

UP Bungalow Vacated By Akhilesh Yadav Shows Damage, BJP Blames SP
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 10, 2018 7:18 pm
  • Updated:June 10, 2018 7:18 pm

 সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম নির্দেশে ছাড়তে হবে সরকারি বাংলা৷ সেই রাগে সরকারি বাংলো তছনছ করেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব৷ বাড়ি ছাড়ার পর দেখা যাচ্ছে বেহাল দশা বাংলোর৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরকারি সম্পত্তি তছনছ করার অভিযোগে এভাবেই সোচ্চার বিজেপি৷

[ লালুর পরিবারে অশান্তি, ছোট ভাইয়ের সাফল্যে হিংসে তেজপ্রতাপের! ]

অখিলেশ বাংলা খালি করে দেওয়ার পর যে ছবি ছড়িয়েছে তাতে দেখা যাচ্ছে বাড়ির কোনও কোনও অংশের অবস্থা বেশ খারাপ৷ ফ্লোর টাইলস তুলে নেওয়া হয়েছে, কোথাও আবার তা ভেঙে গিয়েছে৷ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের জায়গাও ফাঁকা৷ এমনকী কোথাও কোথাও সুইচ বোর্ডও নেই৷ যোগী রাজ্যের মন্ত্রী স্বতন্ত দেব সিংয়ের অভিযোগ, বাড়ির টাইলস ও এসি মেশিনগুলো খুলে নিয়েছেন অখিলেশ৷ তাঁর অভিযোগ, সরকারি সম্পত্তি এরকম করে নষ্ট করার কোনও অধিকার নেই অখিলেশের৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করেছেন বলেই দাবি তাঁর৷ বিজেপির অভিযোগ, সরকারি বাংলো ছাড়ার রাগেই এ কাণ্ড ঘটিয়েছেন অখিলেশ৷ বাংলোর ছবি ও ভিডিও ছড়িয়ে দিয়ে সমাজবাদী পার্টির বিরুদ্ধে প্রচারও শুরু হয়েছে বিজেপির পক্ষ থেকে৷

Advertisement

সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পরই বিক্রমাদিত্য মার্গের বাংলো ছেড়ে দেন অখিলেশ৷ এখন উঠেছেন এক বিলাসবহুল গেস্ট হাউসে৷ সপ্তাহের শুরুর দিকেই বাংলো ছেড়েছেন তিনি৷ তবে তাঁর জিনিসপত্র সরাতে আরও বেশ কিছুদিন সময় লাগে৷ পুরোটা শেষ হওয়ার পরই বাড়ির বেহাল অবস্থা ধরা পড়ে৷ এমনটাই দাবি বিজেপির৷ অন্যদিকে অখিলেশের কটাক্ষ, এমনভাবে বলা হচ্ছে যে তিনি হোয়াইট হাউসে থাকতেন, অন্যরা যেন ব্ল্যাক হাউসে থাকেন৷ সামজাবাদী পার্টির মুখপাত্র বলেন, বাড়ি ছাড়ার পরই তা মিডিয়ার সামনে খুলে দেওয়া হয়েছে৷ যাতে অখিলেশের ভাবমূর্তি নষ্ট হয়৷ আসলে অখিলেশের জনপ্রিয়তাকে ভয় পাচ্ছে এই সরকার৷ সরকার অখিলেশকে কী কী দিয়েছিল, আর এখন কী কী আছে তা মিলিয়ে দেখা হচ্ছে৷ তাঁর দাবি, তাহলেই স্পষ্ট হয়ে যাবে যে অখিলেশ কিছু নিয়ে গিয়েছেন কি না৷ তবে এই বাংলো খালি করাকে নিয়েই অখিলেশ ও বিজেপির দ্বন্দ্ব ফের চরমে উঠেছে৷ রাজনৈতিক মহলের বক্তব্য, গোরক্ষপুর, ফুলপুর উপনির্বাচনে বিজেপি জোর ধাক্কা খেয়েছে৷ কৈরানাতেও একই অবস্থা৷ তাতে অখিলেশ গোষ্ঠীর উত্থানের ছাপ স্পষ্ট৷ সেই জনপ্রিয়তায় ধাক্কা দিতেই অখিলেশকে বাংলো ইস্যুতে চেপে ধরার পরিকল্পনা বিজেপির৷

[  মোদির অহংকারের কারণেই ছেড়ে যাচ্ছে শরিকরা, তোপ চন্দ্রবাবুর  ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ