Advertisement
Advertisement

Breaking News

রাহুলের প্রশংসা করতে গিয়ে ‘পাপ্পু’ বলে পদ খোয়ালেন কংগ্রেস নেতা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রশংসার জলে রাজনীতির চিড়ে ভিজিয়ে নেওয়া আর হল না৷ উল্টে টকে গেল পাতের খাবার৷ ‘পাপ্পু’ থুড়ি রাহুল গান্ধীর গুণগান করতে গিয়ে বিপাকে পড়ে গেলেন উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা বিনয় প্রধান৷ ‘অতিস্নেহে’ সোশ্যাল মিডিয়ায় রাহুলকে পাপ্পু বলে অভিহিত করে পদ খোয়ালেন কংগ্রেসের মিরাঠ শাখার প্রধান৷ Advertisement [ভারতের জাতীয় পতাকার অবমাননা, বিতর্কে বাংলাদেশি ফ্যানের […]

UP Congress leader calls Rahul Gandhi Pappu on social media, fired
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 14, 2017 6:01 am
  • Updated:June 14, 2017 6:07 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রশংসার জলে রাজনীতির চিড়ে ভিজিয়ে নেওয়া আর হল না৷ উল্টে টকে গেল পাতের খাবার৷ ‘পাপ্পু’ থুড়ি রাহুল গান্ধীর গুণগান করতে গিয়ে বিপাকে পড়ে গেলেন উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা বিনয় প্রধান৷ ‘অতিস্নেহে’ সোশ্যাল মিডিয়ায় রাহুলকে পাপ্পু বলে অভিহিত করে পদ খোয়ালেন কংগ্রেসের মিরাঠ শাখার প্রধান৷

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কংগ্রেসের ‘যুবরাজের’ মান্দসৌর সফরের প্রসংশায় পঞ্চমুখ হয়ে ‘ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস’ নামের একটি হোয়াটঅ্যাপ গ্রুপে একটি মেসেজ পোস্ট করেন ওই কং নেতা৷ মেসেজটিতে লেখা ছিল, “পাপ্পু আদানি, বিজয় মালিয়া ও আম্বানির সঙ্গে হাত মেলাতে পারতেন৷ চাইলে প্রধানমন্ত্রী হতে পারতেন, কিন্তু তা না করে তিনি নিজের জীবন বিপন্ন করে মান্দসৌরে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন ৷” পোস্টটি করে প্রধান হয়তো ভেবেছিলেন দারুণ খুশি হবেন যুবরাজ৷  তবে এক্ষেত্রে ‘মোগ্যাম্বো খুশ হুয়া’র পরিবর্তে মঙ্গলবার তাঁকে দলীয় পদ থেকেই বরখাস্ত করা হয়৷ দলের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কংগ্রেস ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান রামকৃষ্ণ দ্বিবেদী৷ তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কংগ্রেস সহ-সভাপতিকে পাপ্পু বলে গর্হিত কাজ করেছেন প্রধান৷ এই ঘটনায় অন্য দলও জড়িত থাকতে পারে৷ এছাড়াও, বিতর্ক উসকে কৃষকদের সমস্যা থেকে নজর সরানোর জন্যও এই কাজটি করা হয়েছে বলে দাবি করেছেন দ্বিবেদী৷

Advertisement

[লন্ডনের বহুতলে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪০টি ইঞ্জিন]

Advertisement

তবে চাপে পড়ে অবশ্য সম্পূর্ণ উল্টোসুর ধরেছেন বিতর্কের মধ্যমণি বিনয় প্রধান৷ তাঁর দাবি ওই মেসেজটি তিনি করেননি৷ তাঁকে আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ না দিয়ে দল একতরফা সিদ্ধান্ত নিয়েছে৷ উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধীকে ‘পাপ্পু’ বলে অনেকেই মজা করে থাকেন৷ দাবি করা হয় রাহুলের রাজনৈতিক অপরিপক্কতা ও অদূরদর্শিতার জন্যই তাঁর এই নামকরণ করা হয়েছে৷

[OMG! মুম্বইয়ে কলেজ চত্বরে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ