Advertisement
Advertisement

Breaking News

ধর্ষণে জেরবার উত্তরপ্রদেশে দিবানিদ্রায় পুলিশ, ভাইরাল ভিডিও

দেখুন ভিডিও।

UP Cops caught napping inside police van, video goes viral
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 21, 2017 9:27 am
  • Updated:June 21, 2017 10:12 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে।  মঙ্গলবারই চলন্ত  গাড়িতে এক মহিলাকে গণধর্ষণ করার অভিযোগ ওঠে। গণধর্ষণের পর গ্রেটার নয়ডায় এলাকায় ওই মহিলাকে রাস্তায় ছুড়ে ফেলে দেয় দুষ্কৃতীরা। অভিযুক্তরা এখনও অধরা। এই ঘটনায় ফের যোগীর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। আর এরইমধ্যে খোদ রাজধানী লখনউতেই টহলদারি ভ্যানে বসে দিবানিদ্রা সারতে দেখা গেল দু’জন পুলিশকর্মীকে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

[সুপ্রিম কোর্টে জামিনের আরজি খারিজ, বহাল থাকছে কারনানের সাজা]

Advertisement

মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় রাস্তায় পাশে এক মহিলাকে যন্ত্রণাকাতর অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচলতি এক ব্যক্তি। গ্রেটার নয়ডা থানায় খবর দেন তিনি। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যায়, রাজস্থানের ভরতপুরের বাসিন্দা ওই মহিলা ১০ দিন আগে হরিয়ানার সোহানায় এসেছিলেন। সোমবার রাতে সেথান থেকেই বছর পঁয়ত্রিশের ওই মহিলাকে অপহরণ করে একটি গাড়িতে তোলে দুষ্কৃতীরা। এরপর বেশ কয়েক ঘণ্টা ধরে সোহানার বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে গাড়িটি। চলন্ত গাড়িতেই ওই মহিলাকে ধর্ষণ করা হয়। শেষপর্যন্ত গ্রেটার নয়ডার কাসনা এলাকার একটি হাসপাতালে সামনে তাঁকে রাস্তায় ফেলে দিয়ে পালায় দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযুক্তরা এখনও ধরা পড়েনি।

Advertisement

[লখনউয়ে মোদি, লাদাখে সেনা, যোগের সূত্রে বাঁধল গোটা দেশ]

এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। ভিডিও-তে দেখা যাচ্ছে, খোদ রাজধানী লখনউতেই টহলদারি ভ্যানে কর্তব্যরত অবস্থায় দিবানিদ্রায় ব্যস্ত উত্তরপ্রদেশ পুলিশের দুই কর্মী। রাজ্যে অপরাধ কমানোর জন্য পুলিশকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিন্তু এ ছবি যেন তুলে ধরল তার উলটো ছবিই। আর তা নিয়েই সরগরম সোশ্যাল মিডিয়া।

দেখুন ভিডিও-

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ