সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার থাবায় ত্রস্ত মার্কিন মুলুক। বিশ্বের সর্বাধিক করোনায় মৃত্যু ট্রাম্পের দেশেই। শুক্রবার উত্তরপ্রদেশ রোজগার অভিযান প্রকল্পের সূচনায় ‘পরমবন্ধু’ ট্রাম্পের (Donald Trump) দেশকে ঠুকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বললেন, ‘করোনা মোকাবিলায় আমেরিকার থেকেও ভাল কাজ করেছে উত্তরপ্রদেশ সরকার।’ এদিন আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের আর্থিক উন্নয়নের জন্য উত্তরপ্রদেশ সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই তিনি খোঁচা দেন আমেরিকাকে।
প্রসঙ্গত, এদিন গরিব কল্যাণ রোজগার যোজনার অন্তর্গত আত্মনির্ভর উত্তরপ্রদেশ রোজগার অভিযানের সূচনা করেন প্রধানমন্ত্রী। ভারচুয়াল এই অনুষ্ঠানের মাধ্যমে যোগীর রাজ্যে ১২৫ দিনের এই কর্মসংস্থান প্রকল্পের সূচনা হয়। লকডাউনের কারণে উত্তরপ্রদেশের বহু শ্রমিক ভিন রাজ্যে কাজ হারিয়েছেন। লকডাউনের মধ্যেই বহু পরিযায়ী শ্রমিক পায়ে হেঁটে, ট্রাকে করে উত্তরপ্রদেশে ফিরেছেন। বাড়ি ফেরার পথে বহু শ্রমিকের মৃত্যুও হয়। সেইসময়ই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আশ্বাস দিয়েছিলেন, শ্রমিকদের জন্য উত্তরপ্রদেশে বিকল্প কাজের ব্যবস্থা করবেন। সেই মতো এদিন গরিব কল্যাণ রোজগার যোজনার অন্তর্গত এই আত্মনির্ভর উত্তরপ্রদেশ রোজগার যোজনার সূচনা হল।
[আরও পড়ুন: দেশে করোনায় মৃত্যু পেরল ১৫ হাজার, চিন্তায় রাখছে সংক্রমণের উচ্চ হার]
UP is bigger than many countries of the world. Looking at the hard work done by Uttar Pradesh govt during COVID19 pandemic, we can say that it has managed to save 85,000 lives: PM Modi during launch of ‘Atma Nirbhar Uttar Pradesh Rojgar Abhiyan’ through video conference pic.twitter.com/Jxz6zJhMNn
— ANI UP (@ANINewsUP) June 26, 2020
এদিন প্রকল্পের সূচনা পর্বে মোদি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, উত্তরপ্রদেশ করোনা মোকাবিলায় অন্য অনেক দেশের তুলনায় ভাল কাজ করেছে। রাজ্যে ৮৫ হাজার প্রাণ বাচিয়েছে সরকার। এরপর ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিক কুরবান আলির সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। কীভাবে গ্রামে ফিরে ছুতোর মিস্ত্রি কুরবান ফের কাজ শুরু করেছে তা জানেন।
[আরও পড়ুন: নবীন-প্রবীণ বিবাদ চরমে বিজেপিতে, দিলীপের সামনেই হাতাহাতি দলীয় কর্মীদের]
সব খবরের আপডেট পান সংবাদ প্রতিদিন-এ
Highlights
- বিশ্বের সর্বাধিক করোনায় মৃত্যু ট্রাম্পের দেশেই।
- শুক্রবার উত্তরপ্রদেশ রোজগার অভিযান প্রকল্পের সূচনায় 'পরমবন্ধু' ট্রাম্পের দেশকে ঠুকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- এদিন আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের আর্থিক উন্নয়নের জন্য উত্তরপ্রদেশ সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।