সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের পরিচয়পত্র ভোটার কার্ড। আধার কার্ড আসার পরেও ভোটার কার্ডের গুরুত্ব কমেনি। দেশের নাগরিক হিসেবে সচিত্র পরিচয়পত্রই আসল প্রমাণ। কিন্তু এই পরিচয়পত্রে ভুল থাকলে সব জায়গায় তথ্যে গন্ডগোল হয়ে যাবে। ১৮ বছরেই হয়ে যায় ভোটার কার্ড। কিন্তু পরিচয়পত্রে কোনও ভুল হয়ে গেলে তা কীভাবে বদলাবেন! সংশোধন প্রক্রিয়া চলবে। সারাদিন লাইন দিতে হবে। স্থানীয় পুরসভায় জানাতে হবে। সেসব দিন এখন শেষ। ঘরে বসে অনলাইনেই সংশোধন করতে পারেন আপনার ভোটার পরিচয়পত্র।
কীভাবে সংশোধন করবেন আপনার ভোটার পরিচয়পত্র! দেখুন সংশোধনের পদ্ধতি।
এতদিন ভোটার পরিচয়পত্রে ভুল থাকলে সমস্যায় পড়তে হত সাধারণ মানুষকে। সাধারণত ভোটের আগেই হয় সংশোধন। স্থানীয় পুরসভা বা সরকারি অফিসে খোঁজ নিতে হত। যখন নির্বাচন কমিশন সংশোধনের বিজ্ঞাপন দিত, তখনই সম্ভব হত। তবে সারাদিন লম্বা লাইন দিয়ে এই সংশোধন চলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.