Advertisement
Advertisement

Breaking News

জলমগ্ন রাস্তা

পা ভাঙা ব্যক্তিকে কাঁধে নিয়ে জলমগ্ন রাস্তা পার করলেন ট্রাফিক ইন্সপেক্টর, ভাইরাল ভিডিও

ভিডিওটি ভাইরাল হতেই তাঁর প্রশংসা মেতে উঠেছেন নেটিজেনরা।

Watch: In Knee-Deep Water, Hyderabad Cop Carries Man To Safety
Published by: Soumya Mukherjee
  • Posted:September 1, 2019 5:53 pm
  • Updated:September 1, 2019 5:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিদিন মতো শুক্রবারও ডিউটিতে বেরিয়েছিলেন তেলেঙ্গানার ট্রাফিক আধিকারিক এ নাগামুল্লা। কিন্তু, কর্মস্থল হায়দরাবাদের এলবি নগরে গিয়ে থমকে যান তিনি। দেখেন নিকাশি নালার কাজ চলার কারণে অনেকটা জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। আর সেই জলে আটকে গিয়েছে একটি স্কুটার। সেটির চালক এক যুবক জল ঠেলে রাস্তার ধারে ওঠার চেষ্টা করছেন। আর তাঁর পিছনে ভাঙা পায়ে প্লাস্টার করা অবস্থায় বসে রয়েছেন এক প্রৌঢ়। বিষয়টি দেখে আর দেরি করেননি নাগামুল্লা। ওই ব্যক্তিকে কাঁধে উঠিয়ে রাস্তা পার করিয়ে দেন তিনি। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই তাঁর প্রশংসা মেতে উঠেছেন নেটিজেনরা।

[আরও পড়ুন: ‘পাকিস্তানের থেকে টাকা নেয় বজরং দল ও বিজেপি’, বিস্ফোরক অভিযোগ দিগ্বিজয়ের]

ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, ডান পায়ে প্লাস্টার করা এক প্রৌঢ়কে কাঁধে করে জলমগ্ন রাস্তা পেরিয়ে যাচ্ছেন এ নাগামুল্লা। রাস্তার ধারে পৌঁছনোর পর তাঁর কাঁধ থেকে ওই প্রৌঢ়কে নিচে নামাচ্ছেন সেখানে থাকা দুই ব্যক্তি।

Advertisement

তেলেঙ্গানার ওই ট্রাফিক পুলিশের এই ভিডিও দেখে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, স্যার আপনাকে কুর্নিশ করি। মানবতার এক উজ্জ্বল নজির তৈরি করেছেন আপনি। আরেকজন লিখেছেন, দারুণ কাজ করেছেন নাগামুল্লা। কর্তব্য কী তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আপনি। সবাই যেন আপনাকে অনুসরণ করেন।

Advertisement

[আরও পড়ুন: কেন্দ্রের কলকাঠি! বিশ্বখ্যাত ইতিহাসবিদ রোমিলা থাপারের যোগ্যতার প্রমাণ চাইল জেএনইউ]

প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবার থেকে প্রবল বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে পড়েছে তেলেঙ্গানার বহু জায়গা। মেট্রো সম্প্রসারণের কাজের জন্য হায়দারবাদের বহু জায়গায় খোঁড়াখুঁড়ির কাজ চলছে। তার জেরে সমস্যা আরও বেড়েছে। এর মাঝেই আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আরও কয়েকদিন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেলেঙ্গানায়। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন রাজ্যের বাসিন্দারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ