BREAKING NEWS

১০ চৈত্র  ১৪২৯  শনিবার ২৫ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

স্ত্রীর কিডনি প্রতিস্থাপন নিয়ে অতিষ্ঠ সুষমা স্বরাজের স্বামী

Published by: Sangbad Pratidin Digital |    Posted: December 7, 2016 7:33 pm|    Updated: December 7, 2016 7:33 pm

 'What Next, Telecast Of Her Transplant?' Sushma Swaraj's Husband Laments

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কত? এবার তো মশাই একটু দাঁড়ি টানুন৷ সংবাদমাধ্যমের কাছে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের স্বামী স্বরাজ কৌশলের আর্জিটা ছিল খানিকটা এরকমই৷ তবে এক মন্ত্রীর স্বামী হিসাবে নয়, একেবারই একজন ছাপোষা ভারতীয় মহিলার স্বামী হিসাবেই কাতর আর্জি স্বরাজ কৌশলের৷ বেশ বুঝিয়ে দেন স্ত্রীর কিডনি প্রতিস্থাপন নিয়ে সংবাদ মাধ্যমের প্রচারে বেশ চটেছেন তিনি৷ একটু রেগে গিয়েই প্রশ্ন করে বসেন, এবার কি সুষমা স্বরাজের কিডনি প্রতিস্থাপনেরও সম্প্রচার করতে হবে?

প্রসঙ্গত, সুষমা স্বরাজের কিডনি বিকল হওয়ার খবর তাঁর টুইটের মাধ্যমেই জানতে পারে গোটা বিশ্ব৷ এমনকি তাঁর কিডনি প্রতিস্থাপনের জন্য একজন দাতার প্রয়োজন এ কথাও বিদেশমন্ত্রীর টুইটের মাধ্যমেই সারা বিশ্বের কাছে পৌঁছয়৷ পাশপাশি, সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী সুষমার কিডনি দাতা একজন অপরিচিত বলে দাবি করা হয়৷ শুধু তাই নয়, সংবাদমাধ্যম সূত্রেই খবর সুষমা স্বরাজের কিডনি প্রতিস্থাপনও এই সপ্তাহেই হবে৷ আর এত সবকিছুতেই বিরক্ত সুষমা স্বরাজের স্বামী স্বরাজ কৌশল৷ তাঁর স্ত্রী কিডনি প্রতিস্থাপন নিয়ে সংবাদ মাধ্যমের প্রচারিত এত বেশি খবরে রীতিমতো বিরক্ত তিনি৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে