Advertisement
Advertisement
Shaheen Bagh

শাহিনবাগের বিক্ষোভের ঘটনা বিজেপির সাজানো নাটক, অভিযোগ আপের

দিল্লির নির্বাচন জেতার জন্যই গেরুয়া শিবির এই ঘটনা ঘটিয়েছিল বলেও তাদের দাবি।

Whole Shaheen Bagh protest scripted by BJP: AAP

ফাইল ফটো

Published by: Soumya Mukherjee
  • Posted:August 17, 2020 9:30 pm
  • Updated:August 17, 2020 9:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহিনবাগের আন্দোলনের অন্যতম মুখ শাহজাদ আলি-সহ একাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রবিবার যোগ দিয়েছেন বিজেপিতে। আর তার ঠিক পরের দিনই শাহিনবাগের বিক্ষোভের ঘটনা বিজেপির সাজানো নাটক বলে অভিযোগ করলেন আপ (AAP) মুখপাত্র সৌরভ ভরদ্বাজ। দিল্লির নির্বাচনের আগে বিজেপি নিজেদের ভোট বাড়ানোর জন্যই এই বিক্ষোভের জন্ম দিয়েছিল বলেও দাবি করেন তিনি।

সোমবার এপ্রসঙ্গে দিল্লির শাসকদল আপের মুখপাত্র বলেন, ‘দিল্লির বিধানসভা নির্বাচন হওয়ার কথা ছিল শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও অন্যান্য উন্নয়নমূলক কাজের উপর ভিত্তি করে। কিন্তু, সেসমস্ত কিছুর বদলে বিজেপি শাহিনবাগ (Shaheen Bagh) -এর ঘটনাটিকে ইস্যুকে করে নির্বাচনে লড়াই করতে চেয়েছিল। কারণ শাহিনবাগে হওয়া বিক্ষোভের পুরো স্ক্রিপ্টটাই তো ওরা লিখেছিল। বিজেপির শীর্ষ নেতারাই ওই বিক্ষোভের প্রতিটি পদক্ষেপ কী হবে তা আগে থেকে ঠিক করে দিয়েছিল। তাঁদের কথা মতোই সেখানে বক্তব্য রাখা হয়েছে, আক্রমণ ও পালটা আক্রমণের ঘটনা ঘটেছে। পুরো বিষয়টাই পূর্ব পরিকল্পিত ছিল।’

Advertisement

[আরও পড়ুন: ১৬ ঘণ্টা বাঁধের কিনারের গাছে আটকে থাকা ব্যক্তিকে উদ্ধার ভারতীয় বায়ুসেনার, দেখুন ভিডিও ]

এরপরই শাহজাদ আলির বিজেপিতে যোগদানের প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। বলেন, ‘আজকে প্রশ্ন উঠতে পারে যে যাদের বিরুদ্ধে একসময়ে দেশবিরোধী স্লোগান তুলছে বলে বিজেপির তরফে অভিযোগ জানানো হচ্ছিল তাদেরই কীভাবে ওরা দলে নিল? আসলে শাহিনবাগের বিক্ষোভের ফলেই ওদের প্রাপ্ত ভোটের হার বেড়েছে। ১৮ থেকে ৩৮ শতাংশে পৌঁছনোর পিছনে শাহিনবাগেরই সবথেকে বেশি অবদান রয়েছে।’

Advertisement

[আরও পড়ুন: ৮ ঘণ্টার মধ্যে জওয়ান হত্যার ‘বদলা’, কাশ্মীরে খতম শীর্ষ লস্কর কম্যান্ডার-সহ দুই জেহাদি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ