Advertisement
Advertisement

Breaking News

মোদির কূটনৈতিক ‘সার্জিক্যাল স্ট্রাইক’, চিনা সাবমেরিন ঠাঁই পেল না লঙ্কায়

ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এলাকা জুড়ে ভারতীয় নৌবাহিনীর উপর গুপ্তচরবৃত্তি চালাতে পারবে না চিন৷

With PM Modi In Colombo, Sri Lanka Rejects China's Request For Docking Of Submarine
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 12, 2017 3:10 am
  • Updated:May 12, 2017 3:10 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদির কূটনৈতিক চালে বাজিমাত করল ভারত৷ বুদ্ধ পূর্ণিমার পরেই বৌদ্ধদের দেশ শ্রীলঙ্কা সফরে গিয়ে বড় সাফল্য পেলেন প্রধানমন্ত্রী৷ মোদির আর্জি মেনে শ্রীলঙ্কা সরকার সিদ্ধান্ত নিল, চিনা সাবমেরিনকে অস্থায়ীভাবে কলম্বো বন্দরে ঘাঁটি গাড়তে দেওয়া হবে না৷ দু’দিনের শ্রীলঙ্কা সফরে বৃহস্পতিবার কলম্বো সফরে গিয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী৷ বৌদ্ধদের আন্তর্জাতিক ভেসাক দিবস পালন উৎসবে যোগ দেবেন তিনি৷

ভারত মহাসাগরে চিনা সাবমেরিনের অবাধ গতিবিধি নিয়ে ভারতের আপত্তি ছিল অনেকদিনের৷ মোদির সফরের আগে থেকে ভারতীয় কূটনীতিকরা শ্রীলঙ্কা সরকারের শীর্ষ আমলাদের সঙ্গে আলোচনা চালাচ্ছিলেন বিষয়টি নিয়ে৷ সূত্রের খবর, এই আলোচনা খুব কাছ থেকে ‘মনিটরিং’ করছিল প্রধানমন্ত্রীর দফতর৷ নির্দিষ্ট সময় অন্তর ‘ব্রিফিং’ দেওয়া হচ্ছিল প্রধানমন্ত্রীকে৷ শেষ পর্যন্ত এর সুফল মিলল প্রধানমন্ত্রীর সফরের সময়৷ এদিন মোদি এসে পৌঁছতেই তাঁকে প্রথা মেনে গার্ড অফ অনার দেন সিংহলি সেনারা৷ মোদিকে স্বাগত জানিয়ে নিজের প্রাসাদে নিয়ে যান প্রেসিডেন্ট মৈত্রীপাল সিরিসেনা৷

Advertisement

শ্রীলঙ্কার দুই সেনা অফিসার বিবৃতি দিয়ে জানান, “ভারতের উদ্বেগকে সম্মান জানিয়ে শ্রীলঙ্কা সিদ্ধান্ত নিয়েছে চিনা সাবমেরিন বা চিনা যুদ্ধজাহাজকে শ্রীলঙ্কার বন্দরে নোঙর করতে দেওয়া হবে না৷ মে মাসে চিনা সাবমেরিনের নোঙর করার বা সাময়িক আশ্রয় নেওয়ার কথা ছিল তা বাতিল করছে শ্রীলঙ্কা সরকার৷ কলম্বোর এই সিদ্ধান্তের কথা বেজিংকে জানিয়ে দেওয়া হয়েছে৷”

এই ঘটনাকে বড় সাফল্য হিসাবেই দেখছে সাউথ ব্লক৷ কূলভূষণ যাদবের মৃত্যুদণ্ডাদেশে স্থগিতাদেশ আদায় করে পাকিস্তানকে চমকে দিয়ে সফলভাবে ‘কূটনৈতিক সার্জিকাল স্ট্রাইক’ করে মোদি সরকার৷ তার ৪৮ ঘণ্টার মধ্যেই ফের ‘ডিপ্লোম্যাটিক সার্জিক্যাল স্ট্রাইক’ টিম মোদির৷ এবার টের পেল না চিন৷ শ্রীলঙ্কার উপকূল থেকে ঠাঁইনাড়া হল চিনের সাবমেরিন৷ অর্থাত্‍ শ্রীলঙ্কার বন্দরে ঠাঁই নিয়ে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এলাকা জুড়ে অবাধ গতিবিধি এবং গবেষণার অজুহাতে ভারতীয় নৌবাহিনীর উপর গুপ্তচরবৃত্তি চালাতে পারবে না চিন৷

কারণ চিনা সাবমেরিনের দরকার জ্বালানি, রসদ ও বিশ্রাম৷ সেজন্য তারা শ্রীলঙ্কার সঙ্গে সামরিকভাবে চুক্তিবদ্ধ হতে চেয়েছিল৷ কিন্তু ভারতের উদ্বেগের কারণে শ্রীলঙ্কা চিনা অনুরোধ খারিজ করে জানাল, চিনের সাবমেরিনকে তারা ঠাঁই দিতে পারবে না৷ শ্রীলঙ্কা ঠিক করেছে তাদের আর্থিক লোকসানে চলা হামবানতোতা বন্দরটি তারা চিনকে ৯৯ বছরের জন্য লিজ দেবে৷ কিন্তু ভারতের আপত্তিতে, শ্রীলঙ্কার ট্রেড ইউনিয়নগুলির বিরোধিতায় এই লিজ দেওয়া শিকেয় তুলে রেখেছে শ্রীলঙ্কা সরকার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ