Advertisement
Advertisement

Breaking News

ভারতের ব্রহ্মাস্ত্র ‘ব্রহ্মস-সুখোই’, থরহরি কম্প পাকিস্তান

পাকিস্তান ও চিনের কাছে দুঃস্বপ্ন 'ব্রহ্মস'৷

With Su-30 firing Brahmos, India will be able to conduct surgical strike 300 nkm away
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 26, 2017 12:26 pm
  • Updated:February 26, 2017 3:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান ও চিনের কাছে দুঃস্বপ্ন  ‘ব্রহ্মস’৷ যৌথভাবে ভারত ও রাশিয়ার তৈরি এই অত্যাধুনিক ক্ষেপনাস্ত্রটির মারণ ক্ষমতা দেখে স্থম্ভিত বিশ্বের তাবড় তাবড় দেশ৷ ইতিমধ্যে ভারতীয় নৌসেনা ও স্থলসেনার হাতে এসে গেছে ব্রহ্মস৷ তবে চিন ও পাকিস্তানের আতঙ্ক বাড়িয়ে এবার ভারতীয় বায়ুসেনায় যুক্ত হতে চলেছে ব্রহ্মস৷ এবার রাশিয়া থেকে কেনা অত্যাধুনিক সুখোই বিমানে থাকবে ঘাতক মিসাইলটি৷ এর ফলে এবার ৩০০ কিলোমিটার পর্যন্ত সার্জিকাল স্ট্রাইক করতে সক্ষম হবে ভারত৷ সেক্ষেত্রে, পাকিস্তান ও চিনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি চলে এসেছে ব্রহ্মস-এর মার্ক সীমার মধ্যে৷

আসন কম, বাসের মতোই দাঁড়িয়ে পাক বিমানে সফর যাত্রীদের

সেনা সুত্রে খবর, গতবছরের জুন মাসেই পরীক্ষামূলক ভাবে সুখোই বিমান থেকে সফলভাবে একটি ডামি মিসাইল ছোড়া হয়৷ এবছর, এপ্রিল মাসে সুখোই যুদ্ধবিমান থেকে একটি আসল ব্রহ্মস পরীক্ষামূলক ভাবে ছোড়া হবে৷ এই পরীক্ষা সফল হলে চিন ও পাকিস্তানকে শত যোজন পিছনে ফেলে এগিয়ে যাবে ভারতীয় বায়ুসেনা৷ এই ক্ষমতা অর্জন করলে সহজেই শত্রুপক্ষের রাডার ঘাঁটি, সেনাঘাঁটি ও পরমানু কেন্দ্র গুঁড়িয়ে দিতে পারবে বায়ুসেনা৷

Advertisement

প্রমাণের অভাবে ছাড়া পেতে চলেছে উরি হামলার দুই অভিযুক্ত

শব্দের প্রায় দ্বিগুনের চেয়েও দ্রুত ব্রহ্মস  মিসাইলটি রাডারে প্রায় অদৃশ্য৷ বর্তমান ভারতীয় নৌসেনার হাতে রয়েছে জাহাজ-বিধ্বংসী ব্রহ্মস মিসাইল৷ বায়ুসেনা সুত্রে খবর, প্রায় ৪২টি সুখোই বিমানে ২১৬টি মিসাইল মোতায়েন করা হবে৷ চিন ও পাকিস্তানকে কে চাপে রাখতে ভারতের এই পদক্ষেপ এশিয়া মহাদেশে শান্তি বজায় রাখায় সাহায্য করবে বলেও মনে করছেন বিশেষজ্ঞ মহল৷

Advertisement

অতিরিক্ত শরীরচর্চা কেড়ে নিতে পারে পুরুষের যৌন ক্ষমতা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ