Advertisement
Advertisement

চা চেয়েছিলেন স্বামী, চোখে কাঁচি ঢুকিয়ে দিলেন স্ত্রী!

নৃশংস এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে।

Woman allegedly stabs husband in eye with scissors after he asks for tea, flees। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:December 28, 2023 2:24 pm
  • Updated:December 28, 2023 5:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চা চেয়েছিলেন স্বামী। বদলে স্বামীর চোখে কাঁচি ঢুকিয়ে দিলেন স্ত্রী! অভিযোগ, রক্তাক্ত অবস্থায় স্বামীকে ফেলে রেখে দিব্বি নাকি পালিয়ে যান স্ত্রী। উত্তরপ্রদেশের বাগপত জেলায় চরম দাম্পত্য কলহের এই ঘটনা ঘটেছে বলে খবর।

জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির নাম অঙ্কিত। বছর তিনেক আগে তিনি অভিযুক্ত মহিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের কয়েকদিন পর থেকেই ঝামেলা শুরু হয় তাঁদের মধ্যে। নানা ঘরোয়া সমস্যায় গোল বাঁধত দুজনের মধ্যে। নিত্যদিন ঝগড়া বিবাদ লেগেই থাকত। পুলিশ সূত্রে খবর, এই ঘটনা ঘটার মাত্র তিনদিন আগে অভিযুক্ত মহিলা অঙ্কিত ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ দায়ের করেছিলেন। 

Advertisement

[আরও পড়ুন: ঘন কুয়াশায় বিপর্যস্ত পরিষেবা, দিল্লি বিমানবন্দরের যাত্রীদের জন্য বড় ঘোষণা এয়ার ইন্ডিয়ার]

পুলিশ জানিয়েছে, অঙ্কিত এক কাপ চা চাওয়ায় রাগে ফুঁসে ওঠেন তাঁর স্ত্রী। তখনই অঙ্কিতের চোখে কাঁচি দিয়ে আঘাত করেন অভিযুক্ত মহিলা। ঘরের ভিতর থেকে চেঁচামেচির আওয়াজ শুনে সেখানে চলে আসেন অঙ্কিতের বৌদি ও তাঁর ছেলেমেয়েরা। ওঁরাই থানায় খবর দেন। অঙ্কিতকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে সেখান থেকে মিরুটে স্থানান্তর করা হয়। কিন্তু পুলিশ আসার আগেই সেখান থেকে পালিয়ে যান ওই মহিলা। অভিযুক্তকে খোঁজার জন্য দল গঠন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

[আরও পড়ুন: আর্থিক প্রতারণা মামলায় ইডির চার্জশিটে প্রিয়াঙ্কা গান্ধীর নাম! লোকসভার আগে মাথায় হাত কংগ্রেসের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement