Advertisement
Advertisement

Breaking News

সাপ

কামড় খেয়েও অকুতোভয়, সাপ হাতে জড়িয়েই হাসপাতালে মা-মেয়ে

অকুতোভয় মহিলাকে দেখে আঁতকে উঠেছেন রোগী-চিকিৎসকরা৷

Woman carries snake to hospital after it bit her and daughter
Published by: Sayani Sen
  • Posted:July 9, 2019 7:17 pm
  • Updated:July 9, 2019 7:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাপ দেখলেই ভয় পেয়ে যান বেশিরভাগ মানুষ৷ আতঙ্কে কী করবেন, তা বুঝতে পারেন না অনেকেই৷ তার উপর আবার যদি সাপ কামড়ায়৷ তাহলে তো আর কথাই নেই৷ চিকিৎসকের কাছে গিয়ে ঠিকমতো ঘটনাক্রম বর্ণনা করতে পারেন না রোগীরা৷ অথচ কোন সাপ কামড়েছে, তা বলতে না পারলে চিকিৎসা করতে সমস্যায় পড়েন চিকিৎসকরা৷ চিকিৎসায় যাতে কোনও অসুবিধা না হয়, তাই এক্কেবারে বিষধর সাপ সঙ্গে নিয়েই হাসপাতালে পৌঁছলেন মা, মেয়ে৷ সাপে কামড়ানো রোগীদের এভাবে দেখে আঁতকে ওঠেন বহু সুস্থ মানুষ৷

[ আরও পড়ুন: নাটকীয় মোড় কর্ণাটকে, বিধায়কদের গণইস্তফা খারিজের ভাবনা স্পিকারের]

মুম্বইয়ের ধারাভির বাল্কিপুরের বাসিন্দা ওই সুলতানা খান এবং তাঁর বছর আঠারোর মেয়ে৷ তাঁদের বাড়ির খুব কাছেই রয়েছে মহারাষ্ট্র নেচার পার্ক। পরিযায়ী পাখি ছাড়াও নানা প্রজাতির প্রজাপতির দেখা পাওয়া যায়৷ সঙ্গে রয়েছে বিষধর সাপের আনাগোনাও৷ কোবরা, গোখরো, কেউটে কী-ই বা নেই ওই নেচার পার্কে৷ একদিন সকালে সুলতানা এবং তাঁর পরিজনেরা বাড়িতে খাওয়াদাওয়া করছিলেন৷ পাশেই মেয়ে ঘুমোচ্ছিল৷ হঠাৎ সুলতানা হাতে যন্ত্রণা অনুভব করেন৷ সুলতানা বলেন, ‘‘প্রথমে ভেবেছিলাম আমাকে ইঁদুর কামড়ে দিয়েছে৷ কিন্তু তারপর দেখি মেয়ের হাতে কামড়ে পালিয়ে যাচ্ছে সাপটি৷ দৌড়ে গিয়ে সাপটিকে ধরে ফেলি৷’’ মেয়েকে সঙ্গে নিয়ে তড়িঘড়ি ট্যাক্সিতে চড়ে বসেন সুলতানা৷ সঙ্গে মেয়ে৷ এক হাতে বাড়িতে ঢুকে পড়া সাপ৷ সিওন হাসপাতালে গিয়ে চিকিৎসককে দেখান কোন সাপ কামড়েছে তাঁদের৷ ওই মহিলা বলেন, ‘‘সাপে কামড়ানোর কথা আগে বহুবার শুনেছি৷ কী সাপ কামড়েছে চিকিৎসকরা তা জানতে চান৷ সাপের জাত জানাতে না পারলে চিকিৎসা ভাল হবে কী করে? তাই দেরি না করে হাসপাতালে যাই৷’’

Advertisement

[ আরও পড়ুন: লোকসভায় ৮টি বিল পেশ সরকারের, নজরদারির অভিযোগে সরব বিরোধীরা]

বিশেষজ্ঞদের দাবি, সাপের বিষে যত না মানুষ মারা যান৷ তার চেয়ে অনেক বেশি সংখ্যক মানুষ ভয়েই হার্ট অ্যাটাক হয়ে মারা যান। তাই সাপে কামড়ানো রোগীর রক্তচাপ যাতে স্বাভাবিক থাকে, সেদিকেই নজর থাকে চিকিৎসকদের৷ কিন্তু সাপে কামড়ানো রোগীর এভাবে হাতে বিষধর সরীসৃপ নিয়ে হাসপাতালে আসার কাহিনি এক্কেবারে ব্যতিক্রমী৷ সুলতানা দুঃসাহসিক কার্যকলাপ শুনে আঁতকে উঠছেন সকলেই৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ