Advertisement
Advertisement

Breaking News

Money

স্বামীর টাকা ‘চুরি’ করায় বচসা, গুলি চালিয়ে দুদশকের সঙ্গীকে খুন স্ত্রীর!

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে।

Woman kills husband over stolen money

গ্রাফিক: অরিত্র দেব

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:March 7, 2024 3:38 pm
  • Updated:March 7, 2024 3:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজ মদ্যপ অবস্থায় অত্যাচার করতেন স্বামী। নানা বিষয় নিয়ে ঝগড়া-অশান্তি লেগেই থাকত। তার উপর আবার পকেট থেকে ১৭ হাজার টাকা চুরি করে নেওয়ার অভিযোগ তুলেছিলেন স্বামী। যা মেনে নিতে পারেননি স্ত্রী। টাকা নিয়ে বিবাদ এমন জায়গায় পৌঁছয় যে স্বামীকে গুলি করে খুন করেন স্ত্রী! এমনকী এনিয়ে কোনও অনুশোচনাও নেই তাঁর। এই ঘটনায় অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বুধবার এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বেরেলিতে। মৃতের নাম নরেন্দ্র কুমার সিং। তিনি একটি  প্রাইভেট ফার্মের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। তাঁকে খুনে অভিযুক্ত পুনম সিং অঙ্গনওয়াড়ি কর্মী। পুলিশ সূত্রে খবর, নরেন্দ্র সন্দেহ করেছিলেন পুনম তাঁর পকেট থেকে ১৭ হাজার টাকা নিয়ে নিয়েছেন। এনিয়ে দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়। টাকা চুরির বিষয়টি অস্বীকার করেন পুনম। কিন্তু এই টাকা নিয়েই বিবাদ চরমে ওঠে। অন্যদিকে, জেরায় পুনম জানিয়েছেন, তাঁর স্বামী মদ্যপান করতেন। রোজ কিছু না কিছু নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হত। তাই এই পথ বেছে নিয়েছেন তিনি।   

Advertisement

[আরও পড়ুন: উন্নয়ন মন্ত্রে কাবু সন্ত্রাস-দানব! ৩৭০ ধারা রদের পর কাশ্মীরে দাঁড়িয়ে কী বার্তা মোদির?]

জানা গিয়েছে, এই দম্পতির দুটি ছেলে রয়েছে। বড় ছেলে পড়াশোনার জন্য অন্য জায়গায় থাকে। আর ছোট ছেলে তাঁদের সঙ্গেই থাকে। পুলিশ জানিয়েছে, ঘটনার দিন গুলি চলার শব্দ পায় ছোট ছেলেটি। ছুটে গিয়ে খবর দেয় দাদুকে। তিনি ঘরে ঢুকে দেখেন, তাঁর ছেলের বুক থেকে রক্ত বেরচ্ছে। যা আটকানোর চেষ্টা করছিলেন পুনম। এর পরই তিনি পুলিশে খবর দেন। অভিযোগ দায়ের করেন। সেই ভিত্তিতেই পুনমকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

এই ঘটনার বিষয়ে বেরেলির পুলিশ আধিকারিক অমিত পাণ্ডে জানিয়েছেন, “স্বামীকে খুন করার জন্য কোনও অনুশোচনা নেই পুনমের। জেরায় তিনি আমাদের বলেছেন, ২০ বছরের বিবাহিত বিরক্ত হয়ে উঠেছিলেন। বিয়ের পর থেকেই নরেন্দ্র মদ্যপান করতেন। পুনমের উপর শারীরিক, মানসিক নির্যাতন করতেন। যা আর মেনে নিতে পারেননি তিনি।”

[আরও পড়ুন: নীতীশের আগমনে বিহারে ভাঙছে NDA? চিরাগ পাসওয়ানকে দুর্দান্ত ‘অফার’ ইন্ডিয়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ