Advertisement
Advertisement
Madhya Pradesh

‘তোমার বোনকে আগুনে পুড়িয়ে দিয়েছি’, ভাইয়ের বিধবা স্ত্রীকে খুন করে ফোন ভাশুরের!

ছমাস আগে আত্মহত্যা করেছিলেন ওই তরুণীর স্বামী।

Woman was allegedly killed by her brother-in-law in Madhya Pradesh। Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Biswadip Dey
  • Posted:December 24, 2023 1:49 pm
  • Updated:December 24, 2023 1:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ”আমরা তোমার বোনকে পুড়িয়ে মেরে ফেলেছি।” স্বামীহারা এক তরুণীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করে তাঁরই বাপের বাড়িতে ফোন করে খবর দিল ভাশুর। এমনই অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত সুরেশকে গ্রেপ্তার করেছে। ঘটনা মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রতলামের।

জানা গিয়েছে, ছমাস আগে আত্মহত্যা করেছিলেন নিহত তরুণীর স্বামী। অভিযোগ, এর পর থেকেই নিহত যুবকের দাদা ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী করতেন তাঁর বিধবা স্ত্রী নির্মলাকে। দুই সন্তান নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন ওই তরুণী। দাবি, ভাইয়ের মৃত্যুর পর থেকেই নির্মলার প্রতি আক্রোশ জন্মায় অভিযুক্ত সুরেশের। গতকাল, শনিবার তিনি ভাতৃবধূকে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে যান। আর সেখানেই তাঁর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় নির্মলার।

Advertisement

[আরও পড়ুন: ব্রিগেডে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠে’র আগে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর, কী বললেন?]

নির্মলার দাদার দাবি, ”আমরা সুরেশের থেকে ফোন পেয়েছিলাম। ও বলল, ‘আমরা তোমার বোনকে পুড়িয়ে মেরে ফেলেছি।’ ও আমার বোনকে তার স্বামীর মৃত্যুর জন্য দায়ী করত। আগেও খুন করার হুমকি দিয়েছিল। আমি ওকে আজই বাড়ি নিয়ে আসব ভেবেছিলাম।”

[আরও পড়ুন: দম্পতির পরিচয় দিয়ে মায়াপুরে হোটেল ভাড়া, সকালেই উদ্ধার মহিলার দেহ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement