Advertisement
Advertisement

হিন্দু সেনার হাতে নিগৃহীত ইয়েচুরি, সিপিএমের সাংবাদিক বৈঠক ঘিরে নাটক

ঘটনার কড়া নিন্দা প্রকাশ কারাটের।

Yechury heckled: CPM condemns incident, calls for action
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 8, 2017 3:54 am
  • Updated:June 8, 2017 3:56 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হিন্দু সেনা’র সদস্যদের হাতে নিগ্রহ থেকে অল্পের জন্য বাঁচলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। সিপিমের পলিটব্যুরোর বৈঠকের পর এই সাংবাদিক সম্মেলন গুরুত্বপূর্ণ ছিল। আর তা ঠিক শুরু হওয়ার মুখেই এই ঘটনা ঘটে। হিন্দু সেনার দুই সক্রিয় সদস্য উপেন্দ্র কুমার ও পবন কল এই হামলায় যুক্ত বলে দিল্লি পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে মন্দির মার্গ থানার পুলিশ।

[ছবির প্রচারে চমক, টুইটারে পদবি বাদ দিলেন পাওলি-ইন্দ্রনীলরা]

Advertisement

হঠাৎই সিপিএমের সদর কার্যালয় একে গোপালন ভবন চত্ত্বরে ঢুকে পড়ে এই দুই যুবক। ইয়েচুরির বিরুদ্ধে শ্লোগান দিতে দিতে সাংবাদিক বৈঠকেও ঢোকার চেষ্টা করে তারা। শোনা যায় ভারত মাতা কি জয় শ্লোগানও। তাদের সঙ্গে সঙ্গেই ধরে ফেলেন ইয়েচুরির ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ও ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। অবশ্য সাংবাদিক বৈঠক উপলক্ষ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। মোতায়েন ছিল ব়্যাফ এবং পুলিশ। হিন্দু সেনা হামলা চালাতে পারে এই খবর আগাম ছিল পুলিশের কাছে বলে সূত্রের খবর। তা সত্ত্বেও কীভাবে ধৃতরা ঢুকতে পারল, তা নিয়েই প্রশ্ন উঠছে।

Advertisement

[টুইটারে ট্রোলড হলেন সলমন খান, জানেন কেন?]

সাংবাদিক বৈঠক শুরুর আগে এই হামলা ঘিরে রাজনৈতিক তরজা রীতিমতো তুঙ্গে। ঘটনার কড়া নিন্দা করেছেন সিপিএম নেতা প্রকাশ কারাট। এই হামলা কোনভাবেই সিপিএম মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যথাযথভাবে এর মোকাবিলা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

তবে বাইরে তুলকালাম কাণ্ড চললেও, সাংবাদিক বৈঠকের গতি আটকায়নি। হিন্দু সেনার ধৃত দুই সদস্যকে যখন পুলিশ ভ্যানে তোলা হচ্ছে, তখন কার্যালয়ের ভিতরে মধ্যপ্রদেশের মান্দাসৌরের কৃষক বিক্ষোভ ইস্যুতে কেন্দ্রকে তুলোধোনা করছেন ইয়েচুরি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ