Advertisement
Advertisement

Breaking News

অবশেষে পুুরভোটে হারের দায় স্বীকার কেজরির

এতদিন ইভিএমে কারছুপির অভিযোগ করে আসছিল তাঁর আম আদমি পার্টি৷

'Yes, We Made Mistakes’, Arvind Kejriwal said After Delhi Loss
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 29, 2017 5:18 am
  • Updated:August 12, 2021 6:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইঙ্গিত আগে থেকেই ছিল৷ দিল্লি পুরভোটে বিজেপি যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পাবে তা জানিয়ে দিয়েছিল একাধিক সমীক্ষা৷ প্রত্যাশামতোই ভোটগণনার গোড়া থেকেই গেরুয়া ঝড়ে ভাসতে শুরু করেছিল দিল্লি৷ মোদি ম্যাজিকেই ধরাশায়ী হয়েছে কেজরিওয়ালের আপ ব্রিগেড৷

[শীর্ষ আদালতের ৭ বিচারপতির উড়ানে নিষেধাজ্ঞা জারি করলেন কারনান]

Advertisement

কংগ্রেস আগেভাগেই জনতার রায় মাথা পেতে নিয়েছে৷ শীলা দীক্ষিত ভুল থেকে শিক্ষা নেওয়ার কথাও জানিয়ে দিয়েছিলেন৷ কিন্তু আস্ফালনের নীতি থেকে পিছিয়ে আসেননি আপ নেতারা৷ হারের দায় স্বীকার তো দূরে থাক তোলা হয়েছিল ইভিএমে কারছুপির অভিযোগ৷ প্রকাশ্যে কেজরিওয়াল ঘনিষ্ঠ গোপাল রাই বলেছিলেন, বিজেপি জিতেছে ‘ইভিএম ওয়েভে’র জন্য, ‘মোদি ওয়েভে’র জন্য নয়৷ সেই অবস্থান থেকে সরে আসলেন খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ এদিন সরাসরি হারের দায় নিজের ঘাড়ে নিয়ে ভুল স্বীকার করলেন তিনি৷

Advertisement

[ফের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে চিনকে অসম্মান করেছে উত্তর কোরিয়া: ট্রাম্প]

শোনা গিয়েছিল, দিল্লি পুরভোটে হার বেশ ধাক্কা দিয়েছে কেজরিওয়ালকে৷ সেদিন থেকেই তিনি দলের সমস্ত স্তরের নেতাদের সঙ্গে বৈঠকের পর বৈঠক করে যাচ্ছেন৷ শনিবার সাতসকালে টুইট মারফত তিনি জানান, গত দু’দিনে আমি অনেক স্বেচ্ছাসেবক ও ভোটদাতার সঙ্গে কথা বলেছি৷ আর সত্যি এটাই যে আমাদের ভুল হয়েছে আর আমরাই সেটা শোধরাবো৷ এবার ফিরে তাকানোর সময়৷ পরিবর্তনের পথে না হাঁটাটা বোকামো হবে৷ আমরা স্বেচ্ছাসেবক ও ভোটদাতাদের প্রতি দায়বদ্ধ৷ এটা করে দেখানোর সময়, অজুহাত দেওয়ার নয়৷ এটাই কাজে ফেরার সময়৷ কোথাও কোনও কোনও সময় যদি আমাদের ত্রুটি-বিচ্যুতি হয়েও থাকে, এটাই সময় সেগুলি ঠিক করার আর নিজেদের তুলে ধরার৷ এটাই সকলের প্রাপ্য৷ আর পরিবর্তনই একমাত্র ধ্রুবসত্য বলে জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল৷

 

[শহিদ জওয়ানদের পরিবারকে দত্তক নেবেন আইএএস আধিকারিকরা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ