BREAKING NEWS

১৪ জ্যৈষ্ঠ  ১৪৩০  সোমবার ২৯ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

চরম নাটক! কলার ধরে ‘ধর্ষক’কে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে তরুণীর

Published by: Paramita Paul |    Posted: May 27, 2023 1:54 pm|    Updated: May 27, 2023 1:54 pm

Young girl dragged alleged rapist to temple to marry in Bihar | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময় যে ব‌্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন তরুণী, এবার তাঁকেই কলার ধরে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করলেন তিনি। বিহারের (Bihar)  ভাগলপুরের জমকালো নাটকীয় ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো হইচই এলাকায়।

ভাগলপুরের ভোথোরিয়া গ্রামের তরুণীর সঙ্গে গত দু’বছর ধরেই সম্পর্ক ছিল রোহিত কুমারের। একই গ্রামের বাসিন্দা তাঁরা। কিন্তু তাঁদের সম্পর্ক নিয়ে শুরু থেকেই নাটকের ছড়াছড়ি। আগেও একবার বিয়ে করার পথে এগিয়ে ছিলেন তাঁরা। তরুণীর ইচ্ছা মতো তাঁর কপালে সিঁদুর পরিয়ে দেন রোহিত। যদিও রোহিতের পরিবার তাঁদের বিয়ে মানতে রাজি হয়নি। রোহিত এবং তরুণীকে বাড়ি থেকে বের করেও দেন তাঁরা। সেই সময়েই রোহিতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন তরুণী। পরে যুবক জামিনে মুক্তি পেয়ে জেলের বাইরে এলে ফের তাঁকে বিয়ে করার জন‌্য চাপ দিতে থাকেন ওই তরুণী। শেষপর্যন্ত একদিন রোহিতের অফিসে গিয়ে কার্যত তাঁকে কলার ধরে টানতে টানতে নিয়ে এসে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেন ‘নির্যাতিতা’।

[আরও পড়ুন: সাইকেল চুরির ‘অপরাধে’ পিটিয়ে খুন, ব্যাপক চাঞ্চল্য হুগলিতে]

স্থানীয় বুদ্ধনাথ মন্দিরে তাঁদের বিয়ের সাক্ষী ছিলেন অনেকেই। রোহিতের অফিসের কর্মীরাও কলার ধরে নিয়ে যাওয়ার সাক্ষী। এমনকী, বিয়ে না করলে তিনি বিষ খাওয়ারও হুমকি দেন রোহিতকে। তবে গোটা ঘটনাটি এখন থানায় পৌঁছেছে। সদ‌্য বিবাহিত দম্পতিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এমনকী, দুই পরিবারের সদস‌্যদেরও তলব করে তদন্ত করে দেখছে পুলিশ, যে কী পরিস্থিতিতে এই বিয়ের ঘটনা ঘটেছে।

[আরও পড়ুন: ‘দশ বছর পর নিজের পায়ে দাঁড়িয়ে তবে ফিরব’, মাকে চিঠি লিখে উধাও ৩ স্কুলপড়ুয়া]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে