Advertisement
Advertisement

Breaking News

IPL 2024

IPL 2024: আইপিএলের সূচির মাঝে বড় বাধা নির্বাচন কমিশন, কবে শুরু হবে ক্রোড়পতি লিগ?

এবারও কি বিদেশে আয়োজিত হবে ক্রোড়পতি লিগ?

IPL 2024 schedule after election commission’s announcement of polling dates। Sangbad Pratidin

কবে শুরু হবে আইপিএল? জল্পনা তুঙ্গে।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 1, 2023 7:46 pm
  • Updated:March 13, 2024 4:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) শেষ হতেই শুরু হয়ে গিয়েছে আগামী আইপিএল-এর (IPL 2024) তোরজোর। ইতিমধ্যেই মিটেছে রিটেনশনের পালা। ১৯ ডিসেম্বর বসবে মিনি নিলামের আসর (IPL 2024 Mini Auction)। কিন্তু প্রশ্ন হল কবে শুরু হবে ক্রোড়পতি লিগ? জল্পনার কারণ হল আইপিএল-এর সূচিতে সময়সূচীতে হস্তক্ষেপ করতে পারে নির্বাচন কমিশন (Election commission of India)। কারণ আগামী বছর সেই সময় আয়োজিত হবে লোকসভা নির্বাচন ((Lok Sabha Election 2024)।

মার্চ মাসের শেষের দিকে শুরু হয় আইপিএল। চলে মে মাস পর্যন্ত। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচন বড় বালাই। শোনা যাচ্ছে মার্চ থেকে মে মাসের মধ্যে আয়োজিত হতে পারে লোকসভা নির্বাচন। এরমধ্যে আবার আগামী বছরের জুন মাসে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফলে আইপিএল-এর সূচি প্রকাশ করা আগে নির্বাচন কমিশনের দিকে চেয়ে রয়েছে বিসিসিআই (BCCI) ও আইপিএল গর্ভনিং কাউন্সিল (IPL Governing Council)। কবে ভোটপর্ব মিটবে, কত দফায় নির্বাচন হবে, কবে ভোটের ফলাফল এই সব বিষয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আইপিএল-এর সূচি ঘোষণা করা যাচ্ছে না।

Advertisement

[আরও পড়ুন: ধোনিকে সেরা অধিনায়ক তকমা দিলেও, ‘মনের মানুষ’ কে? অকপট অশ্বিন]

প্রথমে শোনা গিয়েছিল ২৪ মার্চ থেকে শুরু হবে আইপিএল। তবে সেই সম্ভাবনায় আপাতত ইতি টেনেছে নির্বাচন কমিশন। আরও একটা চাপের ব্যাপার হল টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার অন্তত ১০ দিন আগে, আইপিএল শেষ করতে হবে।

অবশ্য এর আগেও তিন বার লোকসভা নির্বাচনের বছরে অনুষ্ঠিত হয়েছিল আইপিএল। ভোটের কারণে ২০০৯ সালে আইপিএল অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায়। ২০১৪ সালে একই কারণে আইপিএলের কিছু অংশ হয়েছি‌ল আরব আমিরশাহিতে। এবারও কি বিদেশে আয়োজিত হবে ক্রোড়পতি লিগ? নাকি দেশের মাটিতেই আয়োজিত হবে মেগা প্রতিযোগিতা। সেটা দেখার জন্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকে চেয়ে রয়েছে বিসিসিআই।

[আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘নেতা’ হোক রোহিত, চাইছেন সৌরভ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement