BREAKING NEWS

১৮ জ্যৈষ্ঠ  ১৪৩০  শুক্রবার ২ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

পরীক্ষা শেষের আনন্দে গঙ্গায় ঝাঁপ, মর্মান্তিক পরিণতি দুই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর

Published by: Paramita Paul |    Posted: April 27, 2022 8:04 pm|    Updated: April 27, 2022 8:04 pm

2 HS student drowned into the Ganga in Kolkata | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

অর্ণব আইচ এবং দিব্যেন্দু মজুমদার: সবেমাত্র শেষ হয়েছে জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা-উচ্চমাধ্যমিক (HS Student)। সেই বাঁধন ছাড়া আনন্দে গঙ্গায় স্নান করতে নেমেছিল ৪ কিশোর। তার পরই ঘটে গেল বড় দুর্ঘটনা। গঙ্গায় (Ganga) চারজন স্নান করতে নামলেও ঘরে ফিরলেন মাত্র দুজন। বুধবার সন্ধে পর্যন্ত নিখোঁজ দুই কিশোর। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ, গঙ্গা স্নান করতে নেমে তলিয়ে গিয়েছে তারা। অন্য আরেকটি ঘটনায় শেওড়াফুলিতে তলিয়ে গিয়েছে দুই যুবক।

তপসিয়ার বাসিন্দা চার বন্ধু। চারজনই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। এদিনই ছিল শেষ পরীক্ষা। স্কুল থেকে ফিরে আনন্দে মেতেছিল তারা। তীব্র গরম থেকে রেহাই পেতে এদিন বিকেলে বাজে কদমতলা ঘাটে স্নান করতে নেমেছিল তারা। তাদের মধ্যে দুজন তলিয়ে গিয়েছে বলে খবর। নিখোঁজ দুই কিশোরের নাম ইসরাফেল আলি এবং মহম্মদ বেলেল। তাদের খোঁজে চলছে তল্লাশি।

[আরও পড়ুন: দুর্ঘটনায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর মেয়ে-সহ ২ জনের মৃত্যু, গ্রেপ্তার লরিচালক]

অন্যদিকে এদিন দুপুরে শেওড়াফুলি ছাতুগঞ্জের ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায় দুই যুবক। ঘাটে স্নান করতে নামা এক তরুণীর উপস্থিত বুদ্ধির জোরে প্রাণে বেঁচে যান আরেক যুবক লক্ষিন্দর সিং। তলিয়ে যাওয়া ওই দুই যুবক প্রদীপ সিং ও রেখ সিং রাজস্থানের খাটুর বাসিন্দা। তিন যুবকই শ্রীরামপুরের রাজ্যধরপুর একটি কারখানায় কাজ করতেন।

এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ শেওড়াফুলি ছাতুগঞ্জের ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে তিন যুবককে তলিয়ে যেতে থাকে। সেই সময় ঘাটে চার যুবতী স্নান করছিলেন। হঠাৎই তিন যুবককে তলিয়ে যেতে দেখে এক যুবতী তাঁর ওড়না এক বন্ধুর দিকে ছুঁড়ে দেন। বলেন, ওই যুবকদের দিকে ওড়না ছুঁড়ে দিতে।

[আরও পড়ুন: তীব্র দাবদাহে এগিয়ে এল গরমের ছুটি, দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর]

সেই ছুঁড়ে দেওয়া ওড়না ধরে লক্ষিন্দর কোনওরকমে পাড়ে উঠে আসে। এরপর বাকি দুই যুবকের দিকে ওড়না ছুঁড়ে দিলেও তাঁদের বাঁচাতে ব্যর্থ হয়। খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এদিন সন্ধে পর্যন্ত লঞ্চ নিয়ে গঙ্গাবক্ষে তল্লাশি চালিয়েও ওই দুই যুবকের কোনও সন্ধান পাওয়া যায়নি।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে