BREAKING NEWS

১৪ জ্যৈষ্ঠ  ১৪৩০  সোমবার ২৯ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

পার্টি চলাকালীন নাবালিকাকে যৌন হেনস্থা! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’

Published by: Tiyasha Sarkar |    Posted: May 25, 2023 8:42 pm|    Updated: May 25, 2023 8:43 pm

A minor girl allegedly molested by neighbour | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

অর্ণব আইচ: পারিবারিক পার্টি চলাকালীনই এক নাবালিকার যৌন হেনস্থার অভিযোগ। পকসো আইনে গ্রেপ্তার হলেন প্রতিবেশী ‘দাদু’। দক্ষিণ শহরতলির হরিদেবপুরের একটি অভিজাত বহুতল আবাসনে ঘটেছে এই ঘটনাটি।

পুলিশ জানিয়েছে, ধৃত বৃদ্ধের নাম দীনেশ ঠক্কর। ৭৩ বছর বয়সের ওই বৃদ্ধের পারিবারিক কাপড়ের ব‌্যবসা রয়েছে। বুধবার রাতে ওই বৃদ্ধের ফ্ল‌্যাটেই ছিল পার্টি। তাতে আমন্ত্রিত হয়েছিল ওই নাবালিকার পরিবার। অন‌্য ঘরে খাওয়াদাওয়া, হইহল্লা হচ্ছিল। একটি ঘরে নিজের মতো খেলছিল ওই বারো বছর বয়সের নাবালিকা। ওই ঘরেই বসেছিলেন বৃদ্ধ। নাবালিকার অভিযোগ, ফাঁকা ঘরে সে খেলার সময় হঠাৎই ওই বৃদ্ধ উঠে এসে তার শ্লীলতাহানি করেন। ওই নাবালিকা ছাত্রীটি চিৎকার করে ওঠে। দৌড়ে সে পাশের ঘরে চলে যায়। তার চিৎকার শুনে মা-বাবা ও অন‌্যরাও চলে আসেন।

[আরও পড়ুন: বিহারের অস্ত্র কারখানা থেকে বাংলায় পিস্তল পাচারের ছক? কলকাতা পুলিশের হানায় ভণ্ডুল বড় চক্রান্ত]

এরপরই তাঁদের সামনে মেয়েটি কেঁদে ফেলে। তাঁদের সে জানায়, কীভাবে ওই ‘দাদু’তাকে যৌন হেনস্থা করেছে। সঙ্গে সঙ্গেই মেয়েটির অভিভাবকরা পুলিশকে ফোন করে ঘটনাটি জানান। হরিদেবপুর থানার পুলিশ গিয়ে ফ্ল‌্যাট থেকেই ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে। বৃদ্ধ ব‌্যবসায়ীর বিরুদ্ধে পকসো আইন লাগু করা হয়। তাঁকে জেরা করে এই ব‌্যাপারে আরও তথ‌্য জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: ফের একমঞ্চে মমতা-অভিষেক, শালবনিতে ‘নবজোয়ার’ কর্মসূচিতে থাকবেন নেত্রী]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে