Advertisement
Advertisement
Porn

Newtown Porn case: গ্রেপ্তার পর্ন ছবির নায়িকা, পুলিশের জালে ফটোগ্রাফারও

ধৃতদের সঙ্গে রাজ কুন্দ্রার যোগ ছিল?

A model and a photographer arrested in Newtown porn case | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 29, 2021 8:35 pm
  • Updated:July 29, 2021 8:35 pm

কলহার মুখোপাধ্যায়, বিধাননগর: নিউটাউন পর্ন কাণ্ডের (Newtown Porn case) মূল দুই পাণ্ডাকে পাকড়াও করল পুলিশ। বৃহস্পতিবার দমদম থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে বলে কমিশনারেট সূত্রে খবর। ধৃতদের মধ্যে একজন মডেল, নন্দিতা দত্ত এবং অন্যজন ফটোগ্রাফার মৈনাক ঘোষ। এদিনই তাঁদেরকে আদালতে তোলা হয়। দু’জনকে জেল হেফাজতের পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

২৫ জুলাই নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেছিলেন দুই তরুণী। তাঁরা পুলিশকে জানান, মিথ্যা প্রতিশ্রুতি ও কার্যত হুমকি দিয়ে অশ্লীল ভিডিও তোলানো হয়েছিল তাঁদের দিয়ে। বালিগঞ্জের একটি স্টুডিওতে এই অশ্লীল ভিডিও তোলা হয় বলে অভিযোগ করেন তাঁরা। প্রথম অভিযোগকারিণীর সঙ্গে কথা বলে জানা যায়, ভিডিও তোলার পরে একাধিক পর্ন সাইট ও মোবাইল অ্যাপে সেগুলি ছড়িয়ে দেওয়া হয়। ‘নিউ ফ্লিক্স’ নামে একটি অ্যাপে এই ভিডিও দেখতে পান দুই তরুণী। এরপর এই অ্যাপের কর্ণধার যশ ঠাকুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তাঁরা। তবে তাঁর বক্তব্য, একাধিকবার ফোন করলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Advertisement

A model and a photographer arrested in Newtown porn case

[আরও পড়ুন: ভারচুয়ালি শুনানি থেকে জামিনের মেয়াদ বৃদ্ধি, বিনয় মিশ্রর সব আবেদন খারিজ করল High Court]

প্রসঙ্গত, এই ‘নিউ ফ্লিক্স’ নামক অ্যাপটির সঙ্গে পরোক্ষভাবে যুক্ত মুম্বইতে পর্ন কাণ্ডে গ্রেপ্তার হওয়া রাজ কুন্দ্রা। যশের সঙ্গে যোগাযোগ করতে না পেরে নিউটাউন থানার সরাসরি অভিযোগ দায়ের করেন দুই তরুণী। অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। সূত্রের খবর, অভিযোগের তদন্তে সাহায্য নেওয়া হয় সাইবার ক্রাইম বিভাগের‌ও। অভিযুক্তদের মোবাইল নম্বরের লোকেশন দেখে তাদেরকে ট্র্যাক করে পুলিশ। বৃহস্পতিবার দমদম থেকে গ্রেপ্তার করা হয় তাঁদের। ঘটনার তদন্ত জারি রেখেছে নিউটাউন থানা।

[আরও পড়ুন: সামনে উৎসবের মরশুম, রাজ্যগুলিকে Corona নিয়ে সতর্ক থাকার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ