Advertisement
Advertisement

Breaking News

PUBG

PUBG সঙ্গিনীর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর হুমকি দিয়ে তোলাবাজি, গ্রেপ্তার যুবক

বারাসত থেকে গ্রেপ্তার করা হয় ওই যুবককে।

A youth arrested for viral his girl friend's nude picture
Published by: Sayani Sen
  • Posted:November 13, 2019 7:56 pm
  • Updated:November 13, 2019 8:51 pm

অর্ণব আইচ: ‘পাবজি’ খেলতে খেলতেই বন্ধুত্ব। তারই জেরে ঘনিষ্ঠতা। এক যুবতীর অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার হুমকি দিয়ে তাঁকে ব্ল্যাকমেল করে তোলাবাজিও করা হয়। তপসিয়া থানায় যুবতীর অভিযোগের ভিত্তিতে পাবজি সঙ্গী যুবককে গ্রেপ্তার করল পুলিশ। 

পুলিশ জানিয়েছে, গত মে মাসে পাবজি খেলতে গিয়েই যুবতীর সঙ্গে যুবকের পরিচয় হয়। খেলার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় দু’জনের যোগাযোগ হত। কথা হত ফোনেও। মাস তিনেকের মধ্যে দু’জনের ঘনিষ্ঠতা বাড়ে। যুবতী তাঁর বাড়িতে যুবককে আমন্ত্রণ জানান। গল্প করার মধ্যেই যুবতীর মোবাইল ঘাঁটতে শুরু করে যুবক। যুবতীর কিছু অশ্লীল ছবি ছিল তাঁর ফোনে। যুবক ওই অশ্লীল ছবিগুলি নিজের ফোনে নিয়ে নেয়।

[আরও পড়ুন: প্রসবের সময় কুকুরকে পুড়িয়ে মারার ঘটনায় নয়া মোড়, গ্রেপ্তার অভিযুক্ত মহিলা]

এরপর ওই ছবিগুলি দেখিয়ে যুবতীর কাছে সে বেশ কয়েক হাজার টাকা দাবি করে। ওই টাকা না পেলে সে ওই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। প্রথমে কয়েক হাজার টাকাও পাবজি সঙ্গীকে দেন যুবতী। কিন্তু তার চাহিদা ক্রমে বেড়েই চলে। এর পরই তিনি তপসিয়া থানায় অভিযোগ দায়ের করেন। তদন্ত করে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃত যুবককে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অমিত লাহা নামে ওই যুবককে বারাসত থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার অভিযুক্তকে শিয়ালদহ আদালতে তোলা হলে তার জামিনের বিরোধিতা করেন সরকারি আইনজীবী অরূপ চক্রবর্তী। তাকে ২০ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ