Advertisement
Advertisement
Kolkata

তিন বিয়ের পর প্রেমিকার সঙ্গে লিভ-ইন! অশান্তি চরমে উঠতেই ভয়ংকর সিদ্ধান্ত যুবকের

বান্ধবীর বিরুদ্ধে পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের যুবকের পরিবারের।

A youth of kolkata allegedly commits suicide | Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:January 19, 2024 12:40 pm
  • Updated:January 19, 2024 12:40 pm

অর্ণব আইচ: লিভ ইন পার্টনারের সঙ্গে গোলমাল। তারই জেরে ফ্ল‌্যাটের মধ্যে আত্মঘাতী এক যুবক। এর পরই প্ররোচনার অভিযোগে বান্ধবীর বিরুদ্ধে পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের যুবকের পরিবারের। তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মৃত ওই যুবকের নাম অনীক সাহা (৩২)। পর্ণশ্রীর গোপাল মিশ্র রোডে একটি ফ্ল‌্যাটে বান্ধবীটিকে নিয়ে ভাড়া থাকতেন তিনি। খাবার সরবরাহ সংস্থার কর্মী আসলে হাওড়ার লিলুয়ার বাসিন্দা। জানা গিয়েছে, অনীক এর আগেও তিনটি বিয়ে করেছিলেন। হুগলির বাসিন্দা তাঁর বান্ধবীরও একাধিক বিয়ে রয়েছে। ওই যুবতী দুই সন্তানের মা। প্রায় আড়াই বছর ধরে তাঁরা সম্পর্কে ছিলেন। কয়েক মাস আগে অনীকের বিরুদ্ধে বান্ধবী ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অনীক গ্রেপ্তার হন। পরে তিনি অভিযোগ তুলে নেন।

Advertisement

[আরও পড়ুন: প্রেমিকাকে খুন করে আত্মঘাতী! যুবকের মোবাইলেই মিলল অপরাধের সংকেত]

তখনকার মতো গোলমাল মিটে গেলেও পরে দু’জনের মধ্যে ঝামেলা হয়। তারই জেরে যুবক গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। সেই দৃশ‌্য দেখে তাঁর বান্ধবীই এদিন ১০০ ডায়ালে ফোন করে পুলিশকে জানান। পুলিশ দেহটি উদ্ধার করে। আত্মহত‌্যার প্ররোচনার অভিযোগে যুবতীর বিরুদ্ধে আইনি ব‌্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: মোদি নন, রামলালার প্রাণপ্রতিষ্ঠার আচার সামলাবেন যজমান অনিল মিশ্র, জানেন তাঁর পরিচয়?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement