Advertisement
Advertisement
Abdul Mannan Jagdeep Dhankhar

রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে উদ্বেগ, রাজ্যপালের দ্বারস্থ বিরোধীরা

রাজ্য পুলিশের বিরুদ্ধে ফের তোপ দেগেছেন জগদীপ ধনকড়।

Abdul Mannan meets with WB Guv Jagdeep Dhankhar ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 14, 2020 4:01 pm
  • Updated:December 14, 2020 4:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনের বছরেই বিধানসভা নির্বাচন। বিরোধীদের অভিযোগ, তার আগে ক্রমশই রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। আদৌ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে কিনা, সে বিষয়েও উদ্বিগ্ন বিরোধী শিবির। আর সেই সংশয়ের কথাই রাজ্যপাল জগদীপ ধনকড়কে আরও একবার জানালেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান (Abdul Mannan)।

সোমবারই রাজভবনে যান তিনি। সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) সঙ্গে কথাবার্তাও হয়। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন আদৌ বাংলায় হবে কিনা, তা নিয়ে সন্দেহপ্রকাশ করেন বিরোধী দলনেতা। সাক্ষাতের ছবি টুইট করে রাজ্যপালই এ বিষয়টি উল্লেখ করেন। এছাড়াও স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় রাজ্যপুলিশের বিরুদ্ধেও তোপ দাগেন সাংবিধানিক প্রধান। আরও একবার উর্দিধারীদের রাজনৈতিক দলদাস বলে কটাক্ষ করেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: অনেকটাই সুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, হাসপাতালে শুয়েই রাখছেন দেশ-দুনিয়ার সব খবর]

এর আগে রবিবারও রাজ্য পুলিশের বিরুদ্ধে তোপ দাগেন রাজ্যপাল। ১৯ জন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারের তালিকাও প্রকাশ করেন। ধনকড়ের অভিযোগ, রাজনৈতিক কাজে লাগাতেই অবসরপ্রাপ্ত ওই আইপিএসদের দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও একবার রাজ্য পুলিশের (Police) বিরুদ্ধেই আক্রমণ শানালেন জগদীপ ধনকড়। দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে সংঘাত লেগেই রয়েছে। কখনও প্রশাসনিক আবার কখনও শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন তিনি। টুইট-পালটা টুইট অথবা নবান্ন এবং রাজভবনের মধ্যে পত্রবোমা চালাচালি লেগেই রয়েছে। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই যেন রাজ্য প্রশাসনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা অবনতির অভিযোগ জোরাল আক্রমণ শানাচ্ছেন রাজ্যপাল। এই প্রেক্ষাপটে রাজ্যপালের সোমবারের টুইট দু’পক্ষের সম্পর্কের যে আরও অবনতি ঘটাল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

[আরও পড়ুন: করোনা আবহে সীমান্তের রূপরেখা বদলাতে চাইছে চিন, অভিযোগ সেনা সর্বাধিনায়ক রাওয়াতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ