Advertisement
Advertisement
Abhishek Banejee

দিওয়ালির সন্ধেয় কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিলেন পুজো

৭ টা বেজে ৫ মিনিট নাগাদ কালীঘাটে যান অভিষেক।

Abhishek Banejee visits Kalighat Temple on diwali | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 25, 2022 7:35 pm
  • Updated:October 25, 2022 8:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিওয়ালির সন্ধেয় কালীঘাট মন্দিরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সন্ধে ৭ টা বেজে ৫ মিনিট নাগাদ কালীঘাট মন্দিরে প্রবেশ করেন তিনি। দিলেন পুজো। 

চোখের অস্ত্রোপচারের জন্য সম্প্রতি আমেরিকায় গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল অর্থাৎ সোমবার সকালেই কলকাতায় ফেরেন তিনি। বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির পুজোয় দেখা যায় তাঁকে। দীর্ঘক্ষণ সেখানে ছিলেন তবে চোখের সমস্যার কারণে যজ্ঞের সামনে বসেননি তিনি। এরপর মঙ্গলবার সন্ধেয় আচমকা কালীঘাট মন্দিরে হাজির হলেন অভিষেক। সেখানে পুজো দেন তিনি। এদিন মন্দিরে দাঁড়িয়ে অভিষেক জানালেন, আগের থেকে অনেকটাই ভাল আছেন। শীঘ্রই সম্পূর্ণ  সুস্থ হয়ে যাবেন। তবে রাজনৈতিক প্রশ্ন করা হলে সুকৌশলে তা এড়িয়ে যান ডায়মন্ড হারবারের সাংসদ। 

Advertisement

Advertisement

[আরও পড়ুন: ২ মাসে ওজন কমেছে প্রায় ১০ কেজি! স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে অনুব্রত মণ্ডল]

উল্লেখ্য, ২০১৬ সালের অক্টোবরে মুর্শিদাবাদে দলীয় কর্মিসভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকে ফেরার পথে হুগলির সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথের ধারে দাঁড়িয়ে থাকা দুধের গাড়িতে অভিষেকের গাড়ি ধাক্কা মারে। অভিষেকের গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। জ্ঞান হারান তিনি। ওই দুর্ঘটনাতেই সাংসদের বাঁ চোখের নিচের হাড় ভেঙে যায়। তারপর থেকেই দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন তিনি। এর আগেও একাধিক শহরের হাসপাতালে চোখের অস্ত্রোপচার করা হয়েছিল তাঁর। কিন্তু সমস্যা মেটেনি।

আমেরিকার হাসপাতালে গত ৫ অক্টোবর তাঁর চোখের পরীক্ষা হয়। দু’টি সমস্যা ধরা পড়ে। অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। ১২ অক্টোবর দু’জন শল্য চিকিৎসক অস্ত্রোপচার করেন। তারপর টানা ১৯ তারিখ পর্যন্ত পর্যবেক্ষণে ছিলেন তিনি। দেখা যায়, তাঁর চোখ ভাল আছে। বাড়ি ফেরার অনুমতি পান অভিষেক। এরপরই সোমবার সকালে কলকাতা ফেরেন তিনি।

[আরও পড়ুন: অধ্যাপনার পাশাপাশি সন্ন্যাস জীবন যাপন! নাসিক থেকে দীক্ষা রায়গঞ্জের অধ্যাপিকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ