Advertisement
Advertisement
Tiljala

পারিবারিক অশান্তির জের, স্ত্রীকে ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপ বৃদ্ধ স্বামীর

পুলিশের জালে অভিযুক্ত।

An elderly woman allegedly stabbed by a husband in Tiljala | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Tiyasha Sarkar
  • Posted:October 30, 2023 5:27 pm
  • Updated:October 30, 2023 5:27 pm

নিরুফা খাতুন: পারিবারিক অশান্তির জের। ভোররাতে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানের অভিযোগ উঠল বৃদ্ধের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কলকাতার তিলজলা (Tiljala) থানা এলাকায়। হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধা।

জানা গিয়েছে, সোমবার সকাল ৬ টা বেজে ১০ মিনিট নাগাদ রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় জামিলা বেগমকে। এর পরই প্রকাশ্যে আসে গোটা ঘটনা। তিলজলার বাসিন্দা মহম্মদ কাশেম। তার বয়স ৮৮ বছর। তার স্ত্রী জামিলা বেগম (৬৩)। সূত্রের খবর, আচমকাই ওই বৃদ্ধ দম্পতির মধ্যে অশান্তি বাঁধে। সেই অশান্তিই চরমে ওঠে।

Advertisement

[আরও পড়ুন: নদিয়ায় বাকিবুরের রাইসমিলের পিছনে পোড়ানো হল লেনদেনের নথি! প্রমাণ লোপাটের চেষ্টা?]

অভিযোগ, সেই সময়ই রাগের বশে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কোপাতে শুরু করে বৃদ্ধ। আর্তনাদ শুনে ছেলে ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে তাঁর মা। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁর। ইতিমধ্যেই অভিযুক্ত কাশেমকে আটক করেছে পুলিশ।

[আরও পড়ুন: রোগীর উপরই ভেঙে পড়ল হাসপাতালের ফলস সিলিং! সিউড়ির ঘটনায় ব্যাপক আতঙ্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement