সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিন ছাড়িয়ে ভারতে হানা দিয়েছে মারণ করোনা ভাইরাস। রাজধানী দিল্লি-সহ দেশের একাধিক জায়গা থেকে মিলেছে সংক্রমণের খবর। এদেশে প্রায় ৩১ জনের শরীরে প্রবেশ করেছে এই জীবাণু। তাই পরিস্থিতি মোকাবিলায় এবার মাঠে নামল ভারতীয় সেনা।
সেনা সূত্রে খবর, প্রায় ১ হাজার ৫০০ জন মানুষকে রাখার জন্য দেশের বিভিন্ন জায়গায় কোয়ারেন্টাইন সেন্টার দ্রুত তৈরি করা হবে। জয়সালমের, সুরটগড়, সেকন্দ্রাবাদ, চেন্নাই এবং কলকাতায় এই কেন্দ্রগুলি খোলা হবে বলে জানানো হয়েছে। এদিকে, সামরিক বাহিনীতে সংক্রমণ ঠেকাতে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। ক্যানটনমেন্ট এবং মিলিটারি স্টেশনের মধ্যে যে সব শপিং কমপ্লেক্স রয়েছে সেখান থেকেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্যে জওয়ানদের নির্দেশ দেওয়া হয়েছে। অযথা ভিড়ে ঠাসা শপিং মল, সিনেমা হল এড়িয়ে যেতে বলা হয়েছে তাঁদের।
এক সেনা আধিকারিক জানিয়েছেন, করনো ভাইরাস সংক্রান্ত যে সরকারি নির্দেশিকার উপর ভিত্তি করে সেনা সদদপ্তর থেকেও একগুচ্ছ বিধিনিষেধের তালিকা প্রকাশ করা হয়েছে।করোনা মোকাবিলায় প্রত্যেক সেনা হাসপাতালকে স্থানীয় সরকারি হাসপাতালগুলি এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকাল রিসার্চ ল্যাবোরেটরির সঙ্গে সংযোগ বজায় রেখে চলতে বলা হয়েছে।
উল্লেখ্য, কলকাতায় বিস্তর ছড়িয়েছে করোনা আতঙ্ক। সংক্রমণের সন্দেহে বৃহস্পতিবার বেলেঘাটা আইডি হাসপাতালে নতুন করে ভরতি করা হয় ৩ জনকে। সব মিলিয়ে বেলেঘাটা আইডিতে এখন করোনা সন্দেহে ভরতি রয়েছেন ৮ জন। তাঁরা জাপান, ইন্দোনেশিয়া, থাইল্যন্ড, সিঙ্গাপুর, দুবাই, কুয়েত ও বাংলাদেশ থেকে সম্প্রতি কলকাতায় ফিরেছেন। তারপরই তাঁদের শরীরে করোনার উপসর্গ দেখা যায়। আপাতত ওই ৮ জনকে আইসোলেশন ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ইতিমধ্যেই তাঁদের রক্তের নমুনা পাঠানো পুণের ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট পজেটিভ এলে চিকিৎসা শুরু হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.