Advertisement
Advertisement
মেট্রোয় জরিমানা

মেট্রোয় জোর করে ওঠার চেষ্টা, প্রথমবার জরিমানা ভিনরাজ্যের যাত্রীর

জরিমানা দিলেও, আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যাত্রী৷

As per new norm metro station manager imposes fine

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:July 18, 2019 5:53 pm
  • Updated:July 18, 2019 6:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোর করে দরজা ঠেলে মেট্রোয় ওঠার জেরে এক যাত্রীকে জরিমানা করল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ ঝাড়খণ্ড থেকে আসা ওই যাত্রী এমজি রোড স্টেশন থেকে মেট্রোয় ওঠার চেষ্টা করেন৷ মেট্রো কর্তৃপক্ষের দাবি, ভিড় মেট্রোয় জোর করে দরজা ঠেলে ঢোকার চেষ্টা করেন ওই যাত্রী৷ নিরাপত্তারক্ষীরা হাতেনাতে পাকড়াও করে তাঁকে৷ স্টেশন সুপারিনটেনডেন্টের কাছে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ ১০০০টাকা জরিমানা করা হয় যাত্রীর৷

[ আরও পড়ুন: শাসানো হয়েছে মাধবী মুখোপাধ্যায়কে, পরোক্ষে তৃণমূলকে তোপ বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের]

গত শনিবার মেট্রোয় উঠতে গিয়ে দরজায় হাত আটকে যায় কসবার বাসিন্দা সজল কাঞ্জিলালের৷ পার্ক স্ট্রিট থেকে সন্ধে ৬.৪২-এর মেট্রোয় উঠতে গিয়ে ঘটে বিপত্তি৷ মেট্রো ছাড়ার পর টানেলেই পড়ে যান ওই যাত্রী৷ মেট্রোর থার্ড লাইনে পা লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মারা যান সজল৷ এই ঘটনায় যাত্রীসুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে৷ তাতেই শিক্ষা হয় মেট্রো কর্তৃপক্ষের৷ নিরাপত্তায় একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে৷ এবার থেকে জোর করে মেট্রোর দরজা দিয়ে ঢোকার চেষ্টা করলে জরিমানা করা হবে বলে নির্দেশিকা জারি হয়৷ সেই অনুযায়ী বৃহস্পতিবার প্রথমবার জোর করে মেট্রোর দরজা ঠেলে ঢোকায় জরিমানা হল এক যাত্রীর৷ ঝাড়খণ্ডের বাসিন্দা ওই ব্যক্তি ব্যবসার কাজে কলকাতায় এসেছিলেন৷

Advertisement

এমজি রোড স্টেশন থেকে মেট্রোয় উঠতে যান তিনি৷ মেট্রো কর্তৃপক্ষের দাবি, ভিড় মেট্রোয় জোর করে দরজা ঠেলে ঢোকার চেষ্টা করেন ওই যাত্রী৷ ওই অবস্থাতেই নিরাপত্তারক্ষীরা হাতেনাতে পাকড়াও করে তাঁকে৷ নিয়ে যাওয়া স্টেশন সুপারিনটেনডেন্টের কাছে৷

[ আরও পড়ুন: কলকাতায় ফের মাঝেরহাট মডেল, উল্টোডাঙায় বসছে বেইলি ব্রিজ]

যদিও ওই যাত্রী মেট্রো কর্তৃপক্ষের দাবি মানতে নারাজ৷ তাঁর পালটা দাবি, ‘‘আমি যথা সময়ে মেট্রো স্টেশনে উপস্থিত ছিলাম৷ কিন্তু মেট্রোয় ভিড় বেশি থাকায় ঠেলে ঢুকতে যাই৷’’ স্টেশন সুপারিনটেনডেন্টের অফিসে গিয়ে ১০০০ টাকা জরিমানা দিলেও ওই যাত্রী আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement