৭ চৈত্র  ১৪২৯  বুধবার ২২ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

Nawsad Siddique: বাজেট অধিবেশনের জন্য নওশাদের অন্তর্বর্তী জামিনের আরজি, খারিজ আবেদন

Published by: Sayani Sen |    Posted: February 8, 2023 9:11 pm|    Updated: February 8, 2023 9:11 pm

Bankshall court rejects ISF MLA Nawsad Siddique's interim bail plea । Sangbad Pratidin

ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তৃতা দিয়ে রাজ্য বিধানসভায় শুরু বাজেট অধিবেশন। একজন বিধায়ক হিসাবে তাঁর বিধানসভায় উপস্থিত থাকা প্রয়োজন। এই যুক্তিতে ভাঙড় কাণ্ডে ধৃত আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির জামিনের আবেদন করেন আইনজীবী। তবে আইএসএফ বিধায়কের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করল ব্যাঙ্কশাল আদালত। আপাতত পুলিশ হেফাজতেই থাকতে হবে তাঁকে।

বুধবার ব্যাঙ্কশাল আদালতে নওশাদ সিদ্দিকির অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী রাজা সেনগুপ্ত। তাঁর যুক্তি, “যাঁর জামিনের আবেদন করছি, তাঁর সামাজিক অবস্থানের বিষয়টি বিচার করে দেখা হোক। উনি এক জন নির্বাচিত বিধায়ক। ওঁর বাজেট অধিবেশনে থাকা দরকার। ওঁর বিধানসভা এলাকার মানুষের স্বার্থেই।”

[আরও পড়ুন: ধারের টাকা চাইতে গিয়ে বিপত্তি, বিক্রেতাকে লুচি ভাজার কড়াইতে ঠেলে ফেলে দিল ক্রেতা!]

আইনজীবী আরও বলেন, “বেআইনি জমায়েত করা হয়নি। হেলমেট পরে পুলিশই ইট মেরেছে। লাঠিচার্জ করেছে। সেই ছবি আদালতে দিতে চাইব। ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা, তা জানার জন্য ৩০৭ -এর কেসে পুলিশ হেফাজতে নিতে চায় কী করে? বিশেষ পারিপার্শ্বিক পরিস্থিতিতে অন্তর্বর্তী জামিনের আবেদন করছি।” প্রমাণ হিসাবে আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশের ইট ছোঁড়ার ছবিও আদালতে জমা দেন তিনি।

যদিও নওশাদের আইনজীবীর দাবি বারবার খারিজ করেন সরকার পক্ষের আইনজীবী। জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করেন তিনি। সরকারি আইনজীবীর দাবি, নিয়ম বহির্ভূত কোনও কাজ পুলিশ করেনি। দু’পক্ষের সওয়াল জবাব শোনার পর নওশাদের জামিনের আবেদন খারিজ করেন বিচারক।

[আরও পড়ুন: কলকাতা ময়দানে নজিরবিহীন ম্যাচ, ১০৬৭ রান করল দল, প্রতিপক্ষ অলডাউন ৪ রানেই]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে