Advertisement
Advertisement

Breaking News

Sovan Chatterjee

মমতার বিরুদ্ধে চক্রান্তের আশঙ্কা, ভাইফোঁটায় ‘দিদিকে রক্ষা’র প্রতিশ্রুতি শোভনের

এবছর মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়ে ফোঁটা নিলেন আরও অনেকে।

Bhai Phonta 2023: Sovan Chatterjee promises to protect 'Didi' Mamata Banerjee after having blesssings |Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:November 15, 2023 5:11 pm
  • Updated:November 15, 2023 5:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাইফোঁটার (Bhaiphota) দিন রাজনৈতিক মহলের নজর থাকে কালীঘাটে, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাসভবনের দিকে। সেখানে দলের দীর্ঘদিনের সৈনিকরা তো বটেই, অনেক সময় ভিন্ন দলের নেতাদেরও দেখা গিয়েছে ‘দিদি’র আশীর্বাদ নিতে যেতে। এবছরও ব্যতিক্রম হল না। ফোঁটা নিতে মুখ্যমন্ত্রীর বাড়িতে ভিড় জমালেন দলের অনেকেই। তৃণমূল থেকে একদা দূরে সরে থাকা শোভন চট্টোপাধ্যায়কে (Sovan Chatterjee) এবারও দেখা গেল কালীঘাটের বাড়িতে। সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। এই মুহূর্তে তাঁরা সক্রিয় রাজনীতিতে নেই। কিন্তু ষোল আনা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন, এই বার্তা আরও একবার স্পষ্ট করে দিলেন শোভন চট্টোপাধ্যায়। সাফ জানালেন, ”মমতাদির বিরুদ্ধে চক্রান্ত হলে কলিজা দিয়ে রক্ষা করব।”

বুধবার সকাল সকাল কালীঘাটে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান তাঁর দীর্ঘদিনের সহযোদ্ধারা। ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, ডেরেক ও ব্রায়েন, শান্তনু সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের ফোঁটা দেন মুখ্যমন্ত্রী। তবে সকলের মাঝে নজর কাড়ল শোভন-বৈশাখীর উপস্থিতি। প্রতি বছরই এই দিনে শোভন চট্টোপাধ্যায়ের এখানে আসা বাধাধরা ব্যাপার। মাঝে অবশ্য এতে ভাঁটা পড়েছিল। তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিলেন প্রাক্তন মেয়র। দলে প্রত্যাবর্তনের পর আবার ভাইফোঁটায় ‘দিদি’র বাড়ি যাওয়া নিয়মে এসে দাঁড়িয়েছে।

Advertisement

[আরও পড়ুন: বিচারপতির গাড়িতে সবেগে ধাক্কা নওশাদের স্করপিওর, চালককেও ‘চড়’]

এবছরও তিনি গেলেন ভাইফোঁটা নিতে। স্নেহের ‘কানন’কে ফোঁটা দিলেন মমতা। কপালে চন্দনের টিপ পরালেন বৈশাখীকেও (Baisakhi Banerjee)। উপহার বিনিময়, গল্পগুজবের পর সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোভন চট্টোপাধ্যায় বারবারই বুঝিয়ে দিলেন, তিনি মমতার পাশে আছেন, থাকবেন। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের সৈনিকদের আঘাত করা হচ্ছে বলে অভিযোগ তুলে শোভন চট্টোপাধ্যায়ের বার্তা, “মমতাদির বিরুদ্ধে চক্রান্ত হলে, আমার মতো বাংলার বহু মানুষ নিজেদের কলিজা দিয়ে সব কিছুকে রক্ষা করবে। পরিকল্পিতভাবে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করার চেষ্টা হয়, তাহলে বাংলার প্রভূত ক্ষতি হবে। মমতাদি পশ্চিমবঙ্গের উপর বটবৃক্ষের মতো ছায়া দিয়ে রেখেছেন। এই ছায়া যাতে কেউ কোনওভাবে ক্ষতিগ্রস্ত করতে না পারে, তার জন্য আমি সবসময় তৈরি ছিলাম, এখনও আছি।”

Advertisement

[আরও পড়ুন: সেবির অ্যাকাউন্টে পড়ে সাহারার ২৫ হাজার কোটি, কী হবে বিপুল ধনরাশির?]

শোভন, ফিরহাদ, অরূপ ছাড়াও এবছর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভাইফোঁটায় অতিথিদের তালিকা আরও একটু দীর্ঘ ছিল। এবছর ‘দিদি’র কাছে আশীর্বাদ নিতে গিয়েছিলেন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন, লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক জাভেদ খান, নির্মল মাজি, সমীর চক্রবর্তী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ