Advertisement
Advertisement

Breaking News

অবতরণের সময় বিমানে ধাক্কা পাখির, আতঙ্কে যাত্রীরা

বাংলাদেশ থেকে দমদম আসছিল ওই বিমানটি৷

Bird hit by the plane
Published by: Sayani Sen
  • Posted:December 10, 2018 1:30 pm
  • Updated:December 10, 2018 1:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবতরণের সময় বিমানে পাখির ধাক্কা৷ তার জেরে ক্ষতিগ্রস্ত বিমানের একাংশ৷ ঘটনা দমদম বিমানবন্দরের৷ এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা৷ বিমানবন্দর সূত্রে খবর, সুস্থই রয়েছেন বিমানে থাকা যাত্রীরা৷ নিরাপদে রয়েছেন বিমানকর্মীরাও৷ 

[ঊর্ধ্বমুখী পারদ, খামখেয়ালি উত্তুরে হাওয়ায় দিশা হারাল শীত]

সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ ঢাকা থেকে আসা একটি বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করছিল৷ ওই বিমানে ছিলেন ১৩২জন যাত্রী৷ এছাড়াও বাংলাদেশ থেকে আসা ওই বিমানটিতে ৭ জন কর্মী ছিলেন৷ অবতরণের সময় আচমকাই পাখির সঙ্গে ধাক্কা লাগে বিমানের ডানার৷ ক্ষণিকের মধ্যে বিমানে তৈরি হয় আতঙ্কের আবহ৷ প্রাণভয়ে আঁতকে ওঠেন বিমানে থাকা যাত্রীরা৷ ভয় পেয়ে যান বিমানকর্মীরাও৷ জরুরি অবতরণ করা হয় ওই বিমানটির৷ বিমানবন্দর সূত্রে খবর, বিমানের সঙ্গে পাখির ধাক্কা লাগলেও বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি৷ বিমানে থাকা প্রত্যেক যাত্রীই সুস্থ রয়েছেন৷ নিরাপদে রয়েছেন বিমানকর্মীরাও৷ তবে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে৷অবতরণের পরই ইঞ্জিনিয়াররা বিমানটির পরীক্ষা করেন৷ ইঞ্জিনিয়ারদের দাবি, বিমানটির সামনের দিকটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে৷ পরীক্ষানিরীক্ষা করে দেখছেন ইঞ্জিনিয়াররা৷ পরীক্ষার পরেই আবারও বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে ওই বিমানটি৷ কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে বলেই দমদম বিমানবন্দর সূত্রে খবর৷ 

Advertisement

[বর্ষশেষে সুরাপ্রেমীদের জন্য এবার বিশেষ ব্যবস্থা রেস্তরাঁগুলোর]

এর আগেও দমদম বিমানবন্দরে পাখির ডানার সঙ্গে ধাক্কা লাগে বিমানের৷ তাতে বিমানেরও ক্ষতি হয়৷ তবে সাম্প্রতিক অতীতের কোনও ঘটনাতেই যাত্রীরা জখম হননি৷ চোট পাননি বিমানকর্মীরাও৷ কর্তৃপক্ষের দাবি, যতদিন যাচ্ছে ততই বাড়ছে এহেন দুর্ঘটনা৷ বিমানবন্দরের আশেপাশে আবর্জনার স্তূপ জড়ো হচ্ছে৷ সেই স্তূপেই ভিড় জমায় বহু পাখি৷ তার জেরেই এমন ঘটনা ঘটছে বলেই দাবি দমদম বিমানবন্দর কর্তৃপক্ষের৷  

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ