Advertisement
Advertisement

কলকাতায় পা রাখতেই গ্রেপ্তার বিজেপি নেতা রাকেশ সিং, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

কলকাতা বিমানবন্দরে নামতেই গ্রেপ্তার খিদিরপুর এলাকার এই দাপুটে বিজেপি নেতা৷

BJP leader Rakesh Singh arrested from Dum Dum Airport
Published by: Tanujit Das
  • Posted:June 4, 2019 9:42 am
  • Updated:June 4, 2019 9:42 am

অর্ণব আইচ: কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার বিজেপি নেতা রাকেশ সিং৷ সোমবার রাতে কলকাতা বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে৷ রাকেশ সিংকে পাকড়াও করেছে ওয়াটগঞ্জ থানার পুলিশ৷ সূত্রের খবর, ওয়াটগঞ্জে পুলিশকে আটকে রেখে মারধর চালানো এবং বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনার যোগ থাকার অভিযোগে, খিদিরপুর এলাকার দাপুটে এই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে৷ মঙ্গলবার তাকে পেশ করা হবে আলিপুর আদালতে৷

[ আরও পড়ুন:‘টাকা দিয়ে গণতন্ত্রের সর্বনাশ হয়েছে’, ভোটের ফল নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর]

Advertisement

জানা গিয়েছে, সোমবার রাতে দিল্লি থেকে কলকাতায় ফেরেন বিজেপি নেতা রাকেশ সিং৷ সম্ভবত গ্রেপ্তারি এড়াতেই রাতে কলকাতায় ফেরেন তিনি৷ কিন্তু শেষ রক্ষা হয়নি৷ আগাম খবর থাকায়, ওয়াটগঞ্জ থানার পুলিশ অফিসাররা ওত পেতে বসেছিলেন কলকাতা বিমানবন্দরে৷ তিনি বিমানবন্দরের বাইরে আসতেই গ্রেপ্তার করা হয়৷ গাড়িতে ওঠানোর সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন রাকেশ সিং৷ কোনওমতে ঠেলেঠুলে তাকে গাড়িতে তোলেন পুলিশের আধিকারিকরা৷ পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালেই এই বিজেপি নেতাকে আলিপুর আদালতে পেশ করবে পুলিশ৷ তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে চাইতে পারেন আধিকারিকরা৷

Advertisement

[ আরও পড়ুন: ‘সাবলম্বী হয়ে ওঠার উপাদান বাইসাইকেল’, বিশ্ব সাইকেল দিবসে টুইট মুখ্যমন্ত্রীর ]

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে কংগ্রেসের হয়ে খিদিরপুর ডক এলাকায় নেতৃত্ব দিতে দেখা গিয়েছে রাকেশ সিংকে৷ নির্বাচনের কয়েক মাস আগে কংগ্রেসের হাত ছেড়ে মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়ের নেতৃত্বে বিজেপিতে যোগ দেন তিনি৷ জানা গিয়েছে, কলকাতায় নির্বাচনের কয়েকদিন আগে ওয়াটগঞ্জে দুই পুলিশ কর্মীকে একটি ক্লাবে আটকে রেখে মারধরের অভিযোগ রয়েছে রাকেশ সিং ও তার দলবলের বিরুদ্ধে৷ ঘটনায় আগেই কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ কিন্তু এই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন রাকেশ সিং৷ এছাড়া অমিত শাহের রোড শো-কে কেন্দ্র করে কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙার যে ঘটনা ঘটে, তাতেও এই বিজেপি নেতার যোগ পাওয়া গিয়েছে৷ দলের কর্মীদের উসকানি দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়৷ এমনকী, নির্বাচনী জনসভা থেকে এই বিজেপি নেতার ভাইরাল ভিডিও দেখিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও রাকেশের দাবি ছিল, ওই ভিডিও এডিট করা৷ এবং মানুষকে মিথ্যা বোঝানোর জন্য বিজেপির বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ