Advertisement
Advertisement
JP Nadda

সপ্তমীতে রাজ্যে এলেও সুকান্তর অনুরোধ রাখছেন না নাড্ডা! প্রশ্ন বিজেপির অন্দরে

বালুরঘাটে যাচ্ছেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি।

BJP president JP Nadda to visit Bengal during Durga Puja | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 20, 2023 12:07 pm
  • Updated:October 20, 2023 12:07 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: সপ্তমীতেই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তবে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অনুরোধ মেনে বালুরঘাটে যাচ্ছেন না তিনি। কলকাতাতেই নিজের সফরসূচি সারছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

বিজেপি সূত্রের খবর, সপ্তমীর সকালে কলকাতায় আসছেন জে পি নাড্ডা। তিনটি পুজোতে যাবেন তিনি। তবে সেই তালিকায় রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) বালুরঘাটের কোনও পুজো নেই। অমিত শাহর পর জে পি নাড্ডাকে আমন্ত্রণ জানিয়েও শেষ পর্যন্ত হতাশই হলেন সুকান্ত।

Advertisement

[আরও পড়ুন: মামলা বেশি, লোকবল কম! চাপ সামলাতে রাজ্য পুলিশের কর্মী চাইছে CBI]

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুরোধে কলকাতার একটি পুজো মণ্ডপের উদ্বোধন করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিজেপির রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদারও শাহকে আমন্ত্রণ করেছিলেন বালুরঘাটের একটি পুজোর উদ্বোধন করার জন‌্য। সুকান্তর ডাকে অবশ‌্য সাড়া দেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে হতাশ হতে হয়েছে সুকান্ত শিবিরকে। তাই নাড্ডা বালুরঘাটে সুকান্ত মজুমদাররের এলাকার পুজোর উদ্বোধনে যাবেন কি না তা নিয়ে গেরুয়া শিবিরে চর্চা চলছিল। নাড্ডাও বালুরঘাটে সুকান্তর পুজোয় না যাওয়ায় দলের মধ্যে প্রশ্ন উঠেছে।

[আরও পড়ুন: স্ত্রীকে খুন করে আগুন লাগিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা! বউবাজারে গ্রেপ্তার স্বামী]

কিন্তু নাড্ডার (JP Nadda) যে সফরসূচি এসেছে তাতে দেখা যাচ্ছে, সপ্তমীর সকালে কলকাতায় এসে প্রথমে হাওড়া শহরের বেলিলিয়াস রোডের একটি পুজোতে যাবেন। তারপর যাবেন শোভাবাজার রাজবাড়ি। সেখান থেকে নিউ মার্কেট সর্বজনীনের পুজো মণ্ডপে যাবেন নাড্ডা। দুপুরের বিমানেই ফিরে যাবেন তিনি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement