BREAKING NEWS

৭ আশ্বিন  ১৪৩০  সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

হাওড়ায় সিপিএমের সম্প্রীতি মিছিলে সবুজ সংকেত, একাধিক শর্ত বেঁধে দিলেন বিচারপতি মান্থা

Published by: Sayani Sen |    Posted: June 5, 2023 1:14 pm|    Updated: June 5, 2023 1:28 pm

Calcutta HC allows CPM to conduct rally । Sangbad Pratidin

গোবিন্দ রায়: শর্তসাপেক্ষে সিপিএমের মিছিলে সবুজ সংকেত কলকাতা হাই কোর্টের। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ অনুযায়ী, সোমবার বিকেল চারটে থেকে কাজিপাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল করবে সিপিএম। তবে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছেন বিচারপতি।

বিচারপতি সোমবার জানান, চওড়া বস্তি, মল্লিকফটক, ফজির বাজার, কাজিপাড়ার মতো বেশ কয়েকটি স্পর্শকাতর এলাকা দিয়ে সিপিএমের সম্প্রীতি মিছিল যাওয়ার কথা। তাই সেখান দিয়ে মিছিল যাওয়ার সময় ভেবেচিন্তে স্লোগান দিতে হবে। মিছিল থেকে কোনও উসকানিমূলক মন্তব্য করা যাবে না। মিছিলে মাইক ব্যবহার করা যাবে না। তবে হাওড়া ময়দানের সভায় মাইক ব্যবহার করা যাবে।

[আরও পড়ুন: Abhishek Banerjee: বিদেশ যাওয়ার পথে বিমানবন্দরে বাধা, অভিষেকপত্নী রুজিরাকে আটকাল অভিবাসন দপ্তর]

উল্লেখ্য, সোমবার হাওড়ার শিবপুরের কাজিপাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত সম্প্রীতি মিছিল করতে চেয়েছিল সিপিএম। সেই মর্মে নিয়ম মেনে ১৫ দিন আগে হাওড়া সিটি পুলিশের অনুমতি চেয়ে চিঠি পাঠায় জেলা সিপিএম নেতৃত্ব। পুলিশ কমিশনার পালটা জানতে চান, মিছিলের ক্ষেত্রে কী কী নিয়ম মানা হচ্ছে? তা বিস্তারিত জানিয়ে আরেকটি চিঠি পাঠানো হয়। কিন্তু তারপরও মিছিলের অনুমতি পাওয়া যায়নি। পুলিশের তরফে জানানো হয়, স্পর্শকাতর এলাকায় মিছিলের অনুমতি দেওয়া যাবে না। হাই কোর্টের দ্বারস্থ হয় হাওড়ার সিপিএম নেতৃত্ব। ওই মামলার পরিপ্রেক্ষিতেই শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট।

[আরও পড়ুন: মাসখানেক আগে স্বামীর মৃত্যু, ট্রেন দুর্ঘটনা কাড়ল ভাই ও সন্তানকে, শোকে পাথর পুরুলিয়ার অর্চনা]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে