BREAKING NEWS

১১ চৈত্র  ১৪২৯  রবিবার ২৬ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

অনুব্রতর গাড়িতে লালবাতি কেন? রাজ্যে আর কারা লালবাতি ব্যবহার করেন? জানতে চাইল হাই কোর্ট

Published by: Paramita Paul |    Posted: July 19, 2022 2:34 pm|    Updated: July 19, 2022 3:13 pm

Calcutta HC cracks on red beacon, asks why Anubrata Mandal uses one | Sangbad Pratidin

গোবিন্দ রায়: তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) গাড়িতে লালবাতি কেন? সোমবার রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। দু’ সপ্তাহের মধ্যে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি রাজ্যে আর কাদের গাড়িতে লালবাতি, কালো কাচ ব্যবহার করা হয়, সেই সংক্রান্ত একাধিক তথ্য চাওয়া হয়েছে আদালতের তরফে।

রাজ্যে কারা কারা লালবাতির গাড়ি ব্যবহার করেন? গাড়িতে কালো কাচ ব্যবহারের ক্ষেত্রে কী কী বিধিনিষেধ রয়েছে? কারা লালবাতি গাড়ি এবং কালো কাচ ব্যবহারের অনুমোদন পেয়েছেন? আগামী দু’ সপ্তাহের মধ্যে এই সমস্ত তথ্য জানাতে সরকারকে নির্দেশ দিয়েছে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।

[আরও পড়ুন: শরীরের বিনিময়ে মিলছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, শ্রীলঙ্কায় চরম দুর্দশায় মহিলারা]

জেলা সভাপতি হয়ে লালবাতি লাগানো গাড়ি কেন চড়েন অনুব্রত? এই প্রশ্ন তুলে গত এপ্রিল মাসে কলকাতা হাই কোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি মামলা দায়ের করে প্রশ্ন তোলেন, একজন জেলা সভাপতি কীভাবে লালবাতি লাগানো গাড়ি চড়ছেন?

প্রসঙ্গত, বরাবরই লালবাতি লাগানো গাড়িতে ঘোরেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সিবিআই তলবে সাড়া দিতে যখন কলকাতা এসেছিলেন অনুব্রত, তখনও সেই গাড়িতেই এসেছিলেন। পরের দিন হাসপাতালেও গিয়েছিলেন লালবাতি লাগানো গাড়িতে। সেই সময়েই নানা আলোচনা শুরু হয়েছিল। প্রশ্ন উঠছিল, আদৌ অনুব্রত মণ্ডল কি লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করতে পারেন? এবার সেই একইপ্রশ্ন তুলে রাজ্যের কাছে রিপোর্ট চাইল আদালত।

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, কেউই ব্যক্তিগত গাড়িতে লালবাতি ব্যবহারের অনুমতি পান না। মন্ত্রী, বিধায়ক, সাংসদরাও নন। অ্যাম্বুল্যান্স ও দমকলের গাড়িতে নীলবাতি ব্যবহারের অনুমতি রয়েছে। সেক্ষেত্রে কীভাবে অনুব্রত দীর্ঘদিন ধরে লালবাতি লাগানো গাড়ি চড়লেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।

[আরও পড়ুন: বর্ধমানে মর্মান্তিক পথ দুর্ঘটনা, কন্টেনারে গাড়ির ধাক্কায় মৃত সিআইডির ডিএসপি-সহ ২]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে