Advertisement
Advertisement
Ram Mandir inauguration

শর্তসাপেক্ষে রামপুজোর অনুমতি, বঙ্গ বিজেপিকে মিছিলের রুট বেঁধে দিল হাই কোর্ট

বেশ কিছু মিছিলের সময়সূচিও পরিবর্তন করেছে আদালত।

Calcutta HC grants permission for Ram Mandir inauguration celebration । Sangbad Pratidin

নিজস্ব চিত্র

Published by: Sayani Sen
  • Posted:January 20, 2024 9:44 am
  • Updated:January 20, 2024 2:34 pm

গোবিন্দ রায়: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। ওই দিনই কলকাতা শহরে একাধিক জায়গায় রামের পুজো করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য বিজেপি। শুক্রবার শর্তসাপেক্ষে অনুমতি দিল হাই কোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত প্রশাসনিক নিয়ম মেনে এই পুজো ও মিছিল করার অনুমতি দেন। তবে কয়েকটি মিছিলের রুট পরিবর্তন করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

মামলাকারীদের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি জানান, কলকাতার অন্তর্গত গড়ফা, যাদবপুরের পূর্বাচল, শকুন্তলা পার্ক এলাকায় ২টি, পোস্তা গণেশ টকিজ জোড়াসাঁকো ও বালিগঞ্জের ১টি করে জায়গায় ২২ জানুয়ারি রামপুজো এবং মিছিলের অনুমতি মিলেছে। বেশ কিছু মিছিলের সময়সূচিও পরিবর্তন করে আদালত জানিয়েছে, গণেশ টকিজ থেকে সিদ্ধি বিনায়ক মন্দির পর্যন্ত সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত শোভাযাত্রা করা যাবে।

Advertisement

[আরও পড়ুন: ‘তুমি বড্ড বেশি কথা বলছ’, দল নিয়ে প্রকাশ্যে মুখ খোলায় হুমায়ুন কবীরকে ধমক মমতার]

এদিকে, ভবানীপুর রমেশ মিত্র রোড থেকে ক্যামাক স্ট্রিট পর্যন্ত বিকেল সাড়ে ৪টে থেকে ৯টা পর্যন্ত ট্যাবলো, ব্যাঞ্জো বাজিয়ে শোভাযাত্রা হবে। এম জি রোড পোস্তায় ভজন হবে। অযোধ্যার লাইভ দেখানো হবে। সন্ধ্যায় ২১০০ আলো লাগানো হবে রাস্তায়।

[আরও পড়ুন: গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া হার্ড ডিস্ক পেশের নির্দেশ, সিবিআইকে ডেডলাইন বেঁধে দিল হাই কোর্ট]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement