Advertisement
Advertisement
Raju Jha murder

Raju Jha Murder: রাজু ঝাঁ হত্যার সঙ্গে কয়লা পাচার যোগের সন্দেহ! CBI তদন্তের নির্দেশ দিল হাই কোর্ট

৪ মাসের মধ্যে শেষ করতে হবে তদন্ত।

Calcutta HC orders CBI probe on Raju Jha murder | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:June 14, 2023 2:22 pm
  • Updated:June 14, 2023 2:24 pm

গোবিন্দ রায়: শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝাঁ (Raju Jha) খুনের ঘটনায় সিবিআইকে (CBI) তদন্তভার দিল কলকাতা হাই কোর্ট। তবে তদন্ত শেষের সময়সীমা বেঁধে দিল আদালত। ৪ মাসের মধ্যে শেষ করতে হবে তদন্ত। ১৬ সপ্তাহ পরে কলকাতা হাই কোর্টে রিপোর্ট জমা করতে হবে।

খুনের সময় রাজুর গাড়িতে আবদুল লতিফ নামে এক ব্যক্তি ছিল। আবার তাঁর নাম রয়েছে কয়লা পাচার মামলার চার্জশিটে। ফলে কয়লা পাচার ও এই খুনের মধ্যে যোগ রয়েছে বলে মনে করছে আদালত। তাই রাজ্যকে দ্রুত কেস ডায়েরি-সহ যাবতীয় নথি সিবিআই এসিবি ও অ্যান্টি করাপশন ব্রাঞ্চের এসপিকে হস্তান্তর করতে হবে। সিবিআই তদন্ত করে ৪ মাসের মধ্যে রিপোর্ট দেবে। এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা।

Advertisement

[আরও পড়ুন: ফের উত্তপ্ত ভাঙড়, ‘নওশাদের চামড়া তুলে নেব, ISF’কে নমিনেশন দিতে দেব না’, লাঠি হাতে রাস্তায় তৃণমূল]

বিচারপতি মনে করছেন, রাজু ঝাঁ হত্যাকাণ্ডের সঙ্গে কয়লা পাচারের মামলার কোনও যোগসূত্র রয়েছে। চার দশক ধরে কয়লা পাচার একটা বড় ইস্যু। তাই এই খুনের মামলার তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে না গেলে, কয়লা পাচার তদন্তও ধাক্কা খাবে। মামলার তদন্তভার হাতে নিতে রাজি সিবিআই, আদালতে জানিয়েছেন অতিরিক্ত সলিসিটার জেনারেল। বিচারপতির সংযোজন, কোনও অভিযুক্ত মনে করে তদন্তভার সিবিআইয়ের হাতে থাকলে তাঁর সুবিধা। কেউ ভাবে তদন্ত রাজ্যের হাতে থাকলে তাঁর সুবিধা। 

Advertisement

গত ১ এপ্রিল পূর্ব বর্ধমানের শক্তিগড়ে দুষ্কৃতীরা গুলিতে ঝাঁজরা করে দেয় রাজু ঝাকে। নীল গাড়িতে চেপে এসে কাজ সেরে আবার ওই গাড়িতেই চম্পট দেয় শার্প শুটাররা। সেই গাড়িতে ছিলেন আবদুল লতিফও। তদন্তের জন্য সিট গড়েছিল রাজ্য পুলিশ। তবে এবার তদন্তভার পেয়েছে সিবিআই।  

[আরও পড়ুন: বৃষ্টি হলেও কমবে না অস্বস্তি, দক্ষিণবঙ্গে কবে প্রবেশ করবে বর্ষা? জানাল হাওয়া অফিস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ