Advertisement
Advertisement
Manish Sukla

মণীশ শুক্লা হত্যাকাণ্ডের তদন্ত কতদূর? CID’র কাছে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট

১৬ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট।

Calcutta High Court asks CID to submit report on BJP leader Manish Sukla murder case | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 13, 2020 7:09 pm
  • Updated:October 13, 2020 7:16 pm

শুভঙ্কর বসু: মণীশ শুক্লা খুনের ঘটনায় এবার রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বিজেপি (BJP) নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। সেই মামলার শুনানিতে মঙ্গলবার রাজ্য গোয়েন্দা সংস্থা তথা সিআইডির (CID) কাছে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট তলব করেছে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

জানা গিয়েছে, ১৬ অক্টোবরের মধ্যে ওই রিপোর্ট জমা দিতে হবে। তবে দাপুটে বিজেপি নেতা মণীশ শুক্লার (Manish Sukla) পরিবারের বদলে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল কেন ঘটনা সিবিআই তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন শুনানিতে তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্য। অতিরিক্ত এডভোকেট জেনারেল অভ্রতোষ মজুমদার দাবি করেছেন, প্রিয়াঙ্কাদেবীর এ নিয়ে মামলা করার এক্তিয়ারই নেই। যদিও প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের পালটা দাবি, মণীশ নিজে একজন আইনজীবী ছিলেন। তাছাড়া খুনের ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছে গোটা পরিবার। পুলিশ তাঁদের লাগাতার হুমকি দিচ্ছে। সে কারণে তাঁরা আদালতের দ্বারস্থ হতে ভয় পাচ্ছেন। তাই একজন আইনজীবী হিসেবে এই ঘটনায় তিনি পরিবারের হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: পুজোয় তিলোত্তমাকে মুখ্যমন্ত্রীর উপহার দোতলা বাস, জেনে নিন কোন রুটে মিলবে পরিষেবা]

পাশাপাশি তিনি দাবি করেছেন, পুলিশই এই ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছে মণীশের পরিবার। সে ক্ষেত্রে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা ঘটনায় নিরপেক্ষ তদন্ত করবে না তা বলার অপেক্ষা রাখে না। ফলে অবিলম্বে এই খুনের ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআইকে তদন্তের নির্দেশ দিক আদালত। ঘটনায় রাজ্যের কাছে প্রাথমিক রিপোর্ট তলব করলেও প্রিয়াঙ্কা দেবীর এ নিয়ে মামলা করার এক্তিয়ার আছে নাকি সে প্রশ্নে আইনি দিকও খোলা রেখেছে আদালত। আগামী ১৬ তারিখ ফের মামলার শুনানি।

Advertisement

[আরও পড়ুন: ‘ভোটের আগে TMC বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে’, বেলেঘাটা কাণ্ডে তোপ কৈলাস-লকেটের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ