Advertisement
Advertisement
Calcutta University

দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দ্বিতীয় Calcutta University, আপ্লুত Mamata Banerjee

দেশের সেরা বিশ্ববিদ্যালয় কোনটি জানেন?

Calcutta University secured second rank among the best universities across India। Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:August 16, 2021 3:54 pm
  • Updated:August 16, 2021 3:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে জুড়ল নয়া পালক। অ্যাকাডেমিক ব়্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটিসের (ARWU) ২০২১ সালের প্রকাশিত তালিকা অনুযায়ী দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)। রাজ্যের বিশ্ববিদ্যালয়ের এহেন সাফল্যে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে সমস্ত অধ্যাপক, ছাত্র, ছাত্রী এবং অন্যান্য কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

বিশ্বের অন্তত এক হাজার বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ইনস্টিটিউট নিয়ে সমীক্ষা করে অ্যাকাডেমিক ব়্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস (Academic Ranking of World Universities)। প্রতি বছরই এই সমীক্ষা হয়ে থাকে। চলতি বছর পড়াশোনার ভিত্তিতে দ্বিতীয় স্থানটি দখল করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। দেশের প্রায় সমস্ত বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উত্তরণে বেজায় খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুভেচ্ছা জানিয়ে টুইট করেন তিনি। লেখেন, “অ্যাকাডেমিক ব়্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস বাংলার সরকারকে জানিয়েছে তাদের বিচারে সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দ্বিতীয় কলকাতা বিশ্ববিদ্যালয়। সমস্ত অধ্যাপক-অধ্যাপিকা, অশিক্ষক কর্মী এবং পড়ুয়াদের শুভেচ্ছা জানাই।”

Advertisement

[আরও পড়ুন: কংগ্রেস ছেড়েই TMC-তে সুস্মিতা দেব, Abhishek-এর অফিসে গিয়ে যোগদানের পর গেলেন নবান্নে]

অ্যাকাডেমিক ব়্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটিসের বিচারে প্রথম স্থান পেয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (Indian Institute Of Science, Bengaluru)। দ্বিতীয় স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়। তৃতীয় বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (Banaras Hindu University)। চতুর্থ স্থানটি নিজেদের দখলে রেখেছে আইআইটি দিল্লি (IIT Delhi)। পঞ্চম স্থানে রয়েছে আইআইটি খড়গপুর (IIT Kharagpur)। বিশ্বের নিরিখে প্রথম স্থান দখল করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (Harvard University)। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে স্ট্যানফোর্ড (Stanford University) এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় (Cambridge University)। চতুর্থ স্থানে রয়েছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় (California University)। প্রিন্সটন বিশ্ববিদ্যালয় (Princeton University) দখল করেছে পঞ্চম স্থান।

[আরও পড়ুন: Indian Idol 12: বনগাঁর মেয়ে অরুণিতাকে হারিয়ে সেরা উত্তরাখণ্ডের পবনদীপ! ক্ষুব্ধ নেটিজেনরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement