Advertisement
Advertisement
কেডি সিং

নারদ কাণ্ডে তৎপর সিবিআই, প্রাক্তন তৃণমূল সাংসদ কেডি সিংকে তলব

সূত্রের খবর, ম্যাথু স্যামুয়েলের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে কেডি সিংকে৷

CBI summond Ex TMC Rajyasabha MP KD Singh on Sarada Sting
Published by: Tanujit Das
  • Posted:August 27, 2019 2:53 pm
  • Updated:August 27, 2019 3:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারদ কাণ্ডে এবার রাজ্যসভায় তৃণমূলের প্রাক্তন সাংসদ কেডি সিংকে তলব করল সিবিআই৷ বুধবার নয়াদিল্লির সিবিআইয়ের দপ্তরে তলব করা হয়েছে তাঁকে৷ সূত্রের খবর, নারদকর্তা ম্যাথু স্যামুয়েলের সঙ্গে মুখোমুখি বসিয়ে কেডি সিংকে জেরা করতে পারেন সিবিআইয়ের তিন তদন্তকারী অফিসার৷

[ আরও পড়ুন: ভ্যানে ধাক্কা মেরে টেম্পোর উপর উলটে গেল ট্রাক, মৃত ১৬ ]

Advertisement

জানা গিয়েছে, জেরায় নারদকর্তা সিবিআইকে জানিয়েছিলেন, তিনি যে স্টিং অপারেশন করেছেন, তারজন্য অর্থের জোগান দিয়েছে কেডি সিংয়ের সংস্থা৷ যদিও ম্যাথুর এই দাবি আগেই উড়িয়ে দিয়েছে কেডি সিংয়ের সংস্থা৷ সেকারণেই ম্যাথু স্যামুয়েলের সঙ্গে মুখোমুখি বসিয়ে রাজ্যসভায় তৃণমূলের প্রাক্তন সাংসদকে জেরা করা হবে বলে সিবিআই সূত্রে খবর৷ আরও জানা গিয়েছে, জেরায় এক ব্যবসায়ীকেও হাজির করতে পারেন সিবিআইয়ের তদন্তকারীরা৷ ইনিই সেই ব্যবসায়ী, যাঁর সাহায্যে আইফোনে গোপন ক্যামেরা ইনস্টল করার কথা তদন্তকারীদের জানিয়েছিলেন ম্যাথু৷ যদিও তার এই দাবি আগেই অস্বীকার করেছেন ওই ব্যবসায়ী৷ তবে সংশয় কাটাতেই এবার সবাইকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে মনে করছে তদন্তকারীদের একটা অংশ৷

[ আরও পড়ুন: জলের নিচ থেকে দেশে হামলার ছক কষছে জইশ, সতর্ক করলেন নৌসেনা প্রধান ]

নারদকাণ্ডের তদন্তে নেমে ইতিমধ্যে জানা গিয়েছে, ম্যাথু স্যমুয়েলের আইফোনের সঙ্গে যুক্ত ছিল ওই লুকনো ক্যামেরাটি। ইয়ারফোনের ইনপুট পয়েন্টে ওই গোপন ক্যামেরাটি সন্তর্পণে যুক্ত ছিল। এবং সেখানেই স্টিং অপারেশনের সমস্ত ফুটেজ তোলা হয়। প্রসঙ্গত, বঙ্গ রাজনীতিতে শোরগোল ফেলা নারদ কাণ্ডে নাম জড়িয়েছে রাজ্যের শাসকদলের বেশ কয়েকজন নেতার। ইডির পাশাপাশি এই মামলার তদন্ত করছে সিবিআইও। মামলায় নাম জড়িয়েছে রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী, মেয়র ফিরহাদ হাকিম, তৃণমূলের প্রাক্তন সেকেন্ড-ইন কমান্ড তথা বিজেপি নেতা মুকুল রায়-সহ একাধিক হেভিওয়েট নেতাদের।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement