প্রতীকী ছবি
অর্ণব আইচ: ভুয়ো নথির ভিত্তিতে আধাসেনায় নিয়োগের মামলায় পাঁচটি কেন্দ্রীয় বাহিনীকে চিঠি দিল সিবিআই। অনলাইনে এই ভুয়ো নথি বারাকপুরের প্রশাসনিক ভবনে পাঠানো হয়েছিল বলে জানতে পেরেছেন সিবিআই আধিকারিকরা।
সিবিআইয়ের সূত্র জানিয়েছে, যে পাঁচটি কেন্দ্রীয় বাহিনীতে চিঠি লেখা হয়েছে, সেগুলি হচ্ছে ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ বা আইটিবিপি, বিএসএফ, এসএসবি, সিআইএসএফ ও অসম রাইফেলস। সিবিআইয়ের দাবি, এই পাঁচটি কেন্দ্রীয় বাহিনীতে উত্তরপ্রদেশ ও বিহারের যে যুবকরা যোগ দেওয়ার চেষ্টা করেন, তাদের নজরে নিয়ে আসে জালিয়াতি চক্রটি।
ইতিমধ্যেই এই চক্রের এক মূল সদস্য মহেশ চৌধুরী নামে সেনাকর্মী সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছে। ধৃত ব্যক্তি সিবিআই আধিকারিকদের জানিয়েছেন যে, ওই পাঁচটি কেন্দ্রীয় বাহিনীতেই ভুয়ো নথি দিয়ে জওয়ানরা চাকরি পেয়েছেন। প্রথম দফায় ৩০ জনকে শনাক্ত করা হয়েছে। বিহার বা উত্তরপ্রদেশের কোনও জওয়ানের বাড়ির ঠিকানা উত্তর ২৪ পরগনা বা রাজ্যের অন্য কোনও জেলার দেওয়া থাকলে তাঁদের প্রাথমিকভাবে চিহ্নিত করা হবে।
সিবিআই ওই কেন্দ্রীয় বাহিনীগুলিকে চিঠি দিয়ে জানিয়েছে যে, এই ধরনের ঠিকানা নিয়োগ হওয়া যে জওয়ানদের রয়েছে, তাঁদের চিহ্নিত করতে। ক্রমে সিবিআই আধিকারিকরা তাঁদের জেরা করবেন। যাচাই করা হবে ওই ঠিকানাগুলি। এদিকে, ইতিমধ্যে সিবিআই বারাকপুরের এক প্রশাসনিক কর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে। তিনি সিবিআইকে জানান, তাঁর কাছে অনলাইনে নথিগুলি পাঠানো হয়। সেগুলি দেখে তাঁর জাল বলে ধারণা হয়নি। তাই তিনি অনুমোদন করে দেন। এই বিষয়টিও যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে সিবিআই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.