Advertisement
Advertisement
BJP

BLRO’র সঙ্গে সুসম্পর্ক চাই, ভোটার তালিকা তৈরির কাজে রাজ্য নেতাদের নয়া নির্দেশিকা বিজেপির

ভোটার তালিকা নিয়ে বিজেপির এই প্রথম এত তৎপরতা।

Central leadership instructs Bengal BJP to be active on work of voter list ahead of Lok Sabha Election 2024 | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 29, 2023 1:44 pm
  • Updated:August 29, 2023 1:50 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: লোকসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে নয়া নির্দেশিকা জারি করল বিজেপি (BJP) শীর্ষ নেতৃত্ব। তালিকা তৈরির কাজে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। বিএলআরও-দের সঙ্গে যোগাযোগ করে সুসম্পর্ক তৈরি করতে হবে। যাতে ভুয়ো ভোটারদের নাম বাদ দিয়ে নতুন নাম তোলার কাজ সহজ হয়।‌ বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (JP Nadda)তরফে এই নির্দেশ এসেছে বঙ্গের গেরুয়া শিবিরে।

লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) জন্য ভোটার তালিকার কাজ চলছে। এই কাজে দলের সবাইকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিল বিজেপি। ‌নতুন ভোটারদের নাম নথিভুক্ত করতে এবং ভুয়ো ভোটারদের নাম বাদ দিতে কড়া দাওয়াই দেওয়া হয়েছে শীর্ষ নেতৃত্বের তরফে। বলা হয়েছে, এলাকার বিএলআরও-দের (BLRO) সঙ্গে সরাসরি সুসম্পর্ক তৈরি করুন। আবাসন এলাকায় নতুন‌ যোগাযোগ করতে বলা হয়েছে। শ্রমিক মহল্লা, বসতিতে বিশেষ জোর দিতে বলা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘আদিল আমার জীবন নষ্ট করেছে’, মক্কায় পৌঁছে কেঁদে ভাসালেন রাখি সাওয়ান্ত]

এই কাজের জন্য রাজ্যে সাতজনের কমিটি হয়েছে। জেলাতে পাঁচজনের কমিটি তৈরি করতে হবে। প্রত্যেক বিধানসভা (Assembly Seats) ভিত্তিতে তিনজনের কমিটি তৈরি করার নির্দেশ এসেছে। এই কাজে ‌আইটি সেলকেও যুক্ত হতে বলা হয়েছে। প্রয়োজনে নতুন লোক নেওয়ার কথাও বলা হয়েছে।‌ কমিটি তৈরি হলে তার তালিকা বিধানসভা ভিত্তিক কেন্দ্রীয় দলের কাছে পাঠানো হবে।

Advertisement

[আরও পড়ুন: বধূ নির্যাতনের অভিযোগে ‘অযথা’ গ্রেপ্তার নয় অভিযুক্তকে, নির্দেশিকা হাই কোর্টের]

সব রাজনৈতিক দলই ভোটার তালিকা নিয়ে ঝাঁপিয়ে পড়ে নির্বাচনের আগে। বিজেপির ক্ষেত্রে এই সংক্রান্ত নির্দেশিকা এই প্রথম জারি হল। তাই কীভাবে এই কাজ করা হবে, তা নিয়ে বিধানসভা ভিত্তিক তৈরি হয়েছে জটিলতা। এর আগে এত ব্যাপকভাবে রাজ্য বিজেপিতে এই কাজ হয়নি। এবার লিখিত আকারের এসব নির্দেশ দেওয়া হল। তাই অনেকেই বিভ্রান্তিতে রয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ