Advertisement
Advertisement

Breaking News

ফের ধস নামল শহরের রাস্তায়, বড়সড় গর্ত বেহালায়

গার্ডওয়াল দিয়ে ধসের জায়গাটি ঘিরে দিয়েছে পুলিশ৷

Chunk of road caves in Kolkata’s Behala

ছবিটি প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 9, 2018 3:18 pm
  • Updated:June 7, 2019 12:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ফের শহরের রাস্তায় ধস৷ ধসের কারণে রীতিমতো গর্ত হয়ে গিয়েছে বেহালার বুড়োশিবতলা মেন রোডে৷ আপাতত গার্ডওয়াল দিয়ে রাস্তার কিছুটা অংশ ঘিরে রেখেছে পুলিশ৷ তবে কয়েক ঘণ্টা পেরলেও এখনও ধস মেরামতির কাজ শুরু হয়নি৷ বুড়োশিবতলা মেন রোডে অবাধে চলাচল করছে ভারী গাড়ি৷ যে কোনও সময়ে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা৷

[দমদম ক্যান্টনমেন্টে রেললাইনের ধারে বোমা বিস্ফোরণ, হাত উড়ল কাগজ কুড়ানির]

Advertisement

খিদিরপুর থেকে ডায়মন্ড হারবার৷ দক্ষিণ শহরতলির বেহালার বুক চিরে চলে গিয়েছে ডায়মন্ড হারবার রোড৷ শহরের অন্য অংশ থেকে বেহালা যাওয়ার প্রধান রাস্তা ওটাই৷ কিন্তু, মেট্রোর কাজের জন্য সেই রাস্তার অবস্থা বেহাল৷ যানজট লেগেই থাকে৷ শনিবার সকালে তারাতলায় ডায়মন্ডহারবার রোডে ক্রেনের ধাক্কায় প্রাণ গিয়েছিল এক স্কুল ছাত্রীর৷ ঘটনার প্রতিবাদে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা৷ আর এবার ধস নামল বেহালারই বুড়োশিবতলা মেন রোডে৷ কিন্তু, প্রশাসন নির্বিকার বলে অভিযোগ স্থানীয়দের৷ সোমবার সাতসকালে বুড়োশিবতলা মেন রোডে ধস নামার বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের৷ তাঁরা দেখেন, ধসের কারণে রাস্তার মাঝে বড়সড় গর্ত হয়ে গিয়েছে৷ থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা৷ তাঁদের অভিযোগ, রাস্তায় কিছুটা অংশ গার্ডওয়াল দিয়ে ঘিরে দিয়েই দায় সেরেছে পুলিশ৷ মেরামতি তো দূর অস্ত, যান নিয়্ন্ত্রণেরও কোনও ব্যবস্থা করা হয়নি৷ স্থানীয়দের আশঙ্কা, বুড়োশিবতলা রোড দিয়ে যেভাবে ভারী গাড়ি চলাচল করছে, তাতে যে কোনও সময়ে বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারে৷

Advertisement

[ন্যাশনালে ধরা পড়ল ৪২ ‘ভূত’, হুমকির মুখে ‘ওঝা’রা]

এর আগে গত বছরের বিশ্বকর্মার পুজো দিন ধস নেমেছিল দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা গড়িয়াহাট মোড় লাগোয়া গোলপার্কের রাস্তায়৷ খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে গিয়েছিলেন মেয়র-সহ পুরসভার পদস্থ আধিকারিকরা৷ দ্রুত ধস সারিয়েও ফেলা হয়েছিল৷ তারপরেও শহরের রাস্তায় অনেকবারই ধস নেমেছে৷

ছবি(প্রতীকী)

[‘চার আনা জ্ঞান নেই আপনাদের’, শুভব্রতর কথায় চিকিৎসকদের চক্ষু চড়কগাছ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ